India National Cricket Team vs United Arab Emirates National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর দ্বিতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম UAE। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। টিম ইন্ডিয়া এই ম্যাচ দিয়ে নতুন যুগের সূচনা করতে চলেছে। ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিয়েছেন। এই দলের নেতৃত্বে রয়েছেন সুর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলে রয়েছেন টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এবং সহ-অধিনায়কের দায়িত্বে আছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পেসে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং স্পিনে কুলদীপ যাদব (Kuldeep Yadav) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। IND vs UAE, Asia Cup 2025 Dream11 Prediction: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫
India kicks off their #ACCMensAsiaCup2025 journey tonight! 🇮🇳
Catch #INDvUAE at 7 PM, LIVE on the Sony Sports Network TV Channels & Sony LIV. #SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/YPYiUCIydJ
— Sony Sports Network (@SonySportsNetwk) September 10, 2025
ভারতের স্কোয়াডঃ অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, অর্শদীপ সিং।
সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াডঃ মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, মহম্মদ জোয়াইব, হর্ষিত কৌশিক, মহম্মদ ফারুক, মহম্মদ জাওয়াদুল্লাহ, সাগির খান, হায়দার আলী, জুনায়েদ সিদ্দিকী, মহম্মদ রোহিত খান, আরিয়ানশ শর্মা, ধ্রুব পরাশর, মতিউল্লাহ খান, ইথান ডিসুজা, সিমরজিৎ সিং।
এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
১০ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮টায় এবং বাংলাদেশ সময় রাত ৮ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে Sony Sports 1, Sony Sports 3 (Hindi) এবং Sony Sports 5 চ্যানেলে। এছাড়া বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে SonyLIV অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে Toffee অ্যাপে।