আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের (ICC Under 19 Women’s T20 World Cup) উদ্বোধনী আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। আইসিসির ১১টি পূর্ণ সদস্য ও ৫টি সহযোগী দেশসহ ১৬টি দলকে মাঠে দেখা যাবে। শনিবার বেনোনির উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের নেতৃত্ব দেবেন শেফালি ভার্মা (Shafali Verma)। ইতিমধ্যেই ভারতীয় মহিলা দলের হয়ে সিনিয়র ক্রিকেট খেলেছেন শেফালি। উইকেটরক্ষক রিচা ঘোষ (Richa Ghosh) সিনিয়র ক্রিকেট দলের অপর সদস্য যিনি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন।
টিভিতে কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে সম্প্রচারিত হবে না। যদিও, আপনি নকআউট খেলাগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।
অনলাইনে কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে (FANCODE)।
কোন সময়ে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর টি-২০ ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপেরর ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে।
Looks who is cheering for our U-19 team on FanCode! Thank you, Jemimah, for your best wishes. We can't wait to see our girls do you and India proud.
Join Jemimah in cheering for our team! Stream all matches LIVE, only on FanCode?https://t.co/gyoXD5iVB2#ShuruaatYaheenSe https://t.co/IPY0kVIL46
— FanCode (@FanCode) January 14, 2023