![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/11/32-380x214.jpg)
আজ ৫ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ৩৭তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে দেখা যাবে এই রোমাঞ্চকর ম্যাচ। সাত ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরে। এই পাঁচ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ২টিতে, দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩টিতে। ভারত কর্তৃক সর্বোচ্চ ৩০৭ রান এবং দক্ষিণ আফ্রিকা কর্তৃক সর্বোচ্চ ৩০০ রান করে বিশ্বকাপে অন্যদিকে, ১৭৭ দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর এবং ১৮০ মার্কি ইভেন্টে ভারতের সর্বনিম্ন স্কোর। এই ম্যাচে পিচ বোলারদের দারুণ সাহায্য করতে পারে। এখানে গত পাঁচ ম্যাচে প্রথম ইনিংসের গড় ১৯৮ রান। যে দল টস জিতবে, তারাই সম্ভবত এখানে ব্যাট করবে। Happy Birthday Virat Kohli: বিরাট কোহলিকে তাঁর ৩৫তম জন্মদিনে সোনার ব্যাট উপহার দেবে সিএবি
টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, দলে কোনো পরিবর্তন নেই। দক্ষিণ আফ্রিকা দলে এসেছেন শামসি।
দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।
ভারতের একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।