সাউদাম্পটন, ৫ মে: টসে হেরেই শুরু হল ভারতের বিশ্বকাপ (ICC World Cup 2019) অভিযান। বুধবার সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করছে। ভারত উইকেটকিপার সহ ছয় স্পেশালিস্ট ব্যাটসম্যান, এক পেসার অল রাউন্ডার, দুই পেসার ও দুই স্পিনারে খেলছে। পিচে স্পিনারদের জন্য সাহায্যের ইঙ্গিত মেলায় শেষ অবধি বিজয় শঙ্করকে বাদ দিয়ে কেদার যাদবকেই প্রথম একাদশে রাখা হল। মহম্মদ শামি ভাল ফর্মে থাকলেও, ভুবনেশ্বর কুমারকেই জশপ্রীত বুমরার সঙ্গে খেলাচ্ছেন বিরাট কোহলি। প্র্যাকটিশ ম্যাচে সেঞ্চুরি করা লোকেশ রাহুলকে প্রত্যাশা মতই দলে রাখা হয়েছে।
#FafDuPlessis wins the toss and chooses to bat! Hashim Amla returns and Shamsi joins Tahir as the team add a spinner to their attack.
Follow @cricketworldcup for all the updates on #SAvIND! pic.twitter.com/7gNVSBl1ZY
— ICC (@ICC) June 5, 2019
অন্যদিকে, লুঙ্গির চোট পেয়ে ছিটকে যাওয়া। আর চোটের ফলে স্টেইনের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। তার ওপর আবার প্রথমে ইংল্যান্ড, তারপর গত রবিবার বাংলাদেশের কাছে বড় হারের ধাক্কার পর কোণঠাসা হয়েই নামছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আজ দুই স্পিনারে খেলছে। আরও পড়ুন- ICC World Cup 2019: ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান বোঝাল সেমিফাইনালে ওঠার লড়াই সবার কাছেই কঠিন
ভারতের বিরুদ্ধে রেকর্ডের কথা মাথায় রেখে অলরাউন্ডার ক্রিস মরিসকে খেলানো হচ্ছে। ইমরান তাহিরের সঙ্গে স্পিনার শামসিকেও খেলাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিস। ফলে দুটো দলেই দুই কব্জি স্পিনারকে বল করতে দেখা যাবে।
👑#TeamIndia#CWC19 pic.twitter.com/cGY12LaV3H
— ICC (@ICC) June 5, 2019
ভারতের প্রথম একাদশ- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ- কুইন্টন ডি কক, হাসিম আমলা, ফাফ দু প্লেসিস, ভান ডার ডুসেন, ডেভিড মিলার, জে পি ডুমিনি, আন্দ্রে ফেলুককাওয়া, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরেজ শামসি