পুণে, ১০ অক্টোবর: INDIA vs SA, 2nd Test 2019, Day 1: মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) স্বপ্নের ফর্ম অব্যাহত। বিশাখাপত্তনমের ডবল সেঞ্চুরির পর এবার পুণেতে সেঞ্চুরি করলেন মায়াঙ্ক। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার মায়াঙ্ক মাতিয়ে দিলেন। বিশাখাপত্তনামে দুই ইনিংসে সেঞ্চুরি করা রোহিত শর্মা আজ পুণেতে সেভাবে কিছু করতে না পারেননি। তবে কর্নাটকের তারকা এই ওপেনার পূজারা-র সঙ্গে জুটি বেঁধে দলকে নিশ্চয়তা দিলেন। নিজেও দেশের মাটিতে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দ্বিতীয়বার তিন অঙ্কের মাইলস্টোন গড়লেন। বিশাখপত্তম টেস্টে প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়াল করেছিলেন ২১৫ রান, পুণেতে করলেন ১০৮ রান।
দক্ষিণ আফ্রিকার পেসারদের শুরুর দাপট খুব সতর্কতার সঙ্গে সামলে, তারপর হিসেব করে কেলে মায়াঙ্ক ১০৮ রানে আউট হলেন। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে ১৩৮ রান যোগ করেন মায়াঙ্ক। পূজারা (৫৮) আউট হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কেলে মায়াঙ্ক সেঞ্চুরি করেন। ১৮৩ বলে সেঞ্চুরি করলেন মায়াঙ্ক। মারলেন ১৬টা বাউন্ডারি, ২টো ওভার বাউন্ডারি। আরও পড়ুন-রবীন্দ্র জাদেজার বলে ক্লিন বোল্ড বিরাট কোহলি
এদিকে, দেশের হয়ে আজ ৫০তম টেস্টে নেতৃত্ব দিতে নামলেন বিরাট কোহলি। পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমেছে ভারত। হনুমা বাহিরিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে পেসার উমেশ যাদবকে খেলাচ্ছে ভারত। বিশাখাপতনমের মত পুণেতে ভারতের শুরুটা মোটেও ভাল হল না। গত টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা রোহিত শর্মা আজ রাবাদার বলে আউট হলেন ১৪ রানে।