আজ ভারত তাদের কঠিন পরীক্ষায় জয় পেতে প্রস্তুত, কিন্তু বরাবরের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ হবে না। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে গতকাল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম দিকে দ্রুত উইকেট পড়ার প্র চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ৬৮ রানের পার্টনারশিপ গড়েন। টানা পাঁচ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে ভারতকে সমস্যায় ফেলে দেন রাবাডা। লোকেশ রাহুল কিপার হিসেবে প্রথম টেস্ট খেলতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন, বৃষ্টি তাতে বাধা দেয় এবং দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার আগে সফরকারীদের সামনে হাতে ২ উইকেট থাকায় এখনও সুযোগ রয়েছে ইনিংস ২৫০ স্কোর করার। গতকাল ভারত ৮ উইকেটে ২০৮ রান করার। Centurian Boxing Day Test: রাবাদার পাঁচতারা শোয়ের মাঝে ত্রাতা রাহুল, তাসের ঘরের ভাঙ্গন রুখে দুশো টপকালো ভারত
The 🔝 2 questions that Day 2's play will answer 👇
Can @klrahul take #TeamIndia past 250? 👀
Will Bumrah & Co. make life as difficult for the South African batters? 🔥
Don't miss Day 2 of the #SAvIND 1st Test
Today, 12:30 PM | Star Sports Network#Cricket pic.twitter.com/g3NtOHHVdh
— Star Sports (@StarSportsIndia) December 27, 2023
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
দক্ষিণ আফ্রিকার একাদশ: ডিন এলগার, এডেন মার্করাম, টনি ডি জরজি, টেম্বা বাভুমা (অধিনায়ক), কিগান পিটারসেন, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ?
২৭ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে (SuperSport Park, Centurion) প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
কখন থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ
সরাসরি অনলাইনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।