Kagiso Rabada and KL Rahul still the show. ( Photo Credits: X)

সেঞ্চুরিয়ান এ বক্সিং ডে টেস্টের প্রথম দিনে মাতিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। রোহিত শর্মা (৫), বিরাট কোহলি (৩৮), শ্রেয়াস আইয়ার (৩১) সহ মোট ৫ উইকেট নিলেন রাবাদা। সেঞ্চুরিয়ানের সবুজ বাউন্স থাকা পিচে মুখ থুবড়ে পড়লেন ভারতের তারকা ব্যাটাররা। বিদেশের মাটিতে সবুজ পিচে ভারতীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের ঘটনা এবারও আফ্রিকায় টেস সিরিজের শুরুতেই ঘটলো।

এদিন প্রথমে ২৪ রানে দলের তিন উইকেট হারানো, পরে ১২১ রানের ৬ উইকেট খুইয়ে মহাবিপদে পড়েছিল ভারত। প্রথম বিপর্যয়টা কিছুটা কাটে বিরাট কোহলি- শ্রেয়াস আইয়ারের পার্টনারশিপে। কোহলি-আইয়ার চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করেন। কিন্তু লাঞ্চের ঠিক পরেই রাবাদার আগুনে বোলিং এর সামনে আইয়ার, কোহলি, অশ্বিন (৭) পরপর ফিরে গেলে মনে হচ্ছিল দেড়শোর আগেই গুটিয়ে যাবে ভারতের ইনিংস। কিন্তু সাম্প্রতিককালে ভারতের ক্রাইসিস ম্যান কে এল রাহুল আবারো রুখে দাঁড়ালেন।

বাউন্সি পিচে রাবাদাদের রুখে দলের রানকে ২০০ পার করালেন রাহুল। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে রাহুল অপরাজিত ৭০ রানে, আর ভারতের স্কোর ৮ উইকেটে 208 রান। রাহুলকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু ব্যক্তিগত ২৪ রানের মাথায় রাবাদার বলে আউট হয়ে যান শার্দুল। রাহুলের সঙ্গে এখন ক্রিসে আছেন সিরাজ (০)। এই ম্যাচে টেস্টে অভিষেক হওয়া প্রসিধ কৃষ্ণা ১১ নম্বরে ব্যাট করতে নামবেন। রাবাদার ৫ উইকেট এর পাশাপাশি দুটি উইকেট নেন নান্দ্রে বার্গার ও একজনকে আউট করেন মার্কো জানসেন। জয়সওয়াল (১৭), গিল (২)-রা আজ একেবারেই খেলতে পারেননি।

দেখুন ছবিতে

 বৃষ্টির কারণে আজ খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি হয়। আবার বৃষ্টির কারণে দিনের খেলা দ্রুত শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। সেঞ্চুরিয়ান এ বক্সিংদের টেস্টের প্রথম দিনে হলো মাত্র ৫৯ ওভার। মানে গোটা একটা সেশন পুরো নষ্ট হল। খেলার আগামী চার দিন প্রথম দিনের নষ্ট হয়ে যাওয়ার সময় মেকআপ করতে সারাদিন ৯৮ ওভারের খেলা হওয়ার চেষ্টা হবে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি।