
India National Cricket Team vs New Zealand National Cricket Team, Champions Trophy Final 2025: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হয়েছে। আজ দুবাইয়ের আবহাওয়া বেশ ভালো, তার চেয়ে ভাল খবর হল আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পিচ রিপোর্ট বলছে, ভারত বনাম পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের জন্য যে পিচ ব্যবহার করা হয়েছিল, সেই পিচ এই ফাইনালে ফের ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে কর্তৃপক্ষ এই পিচকে যথেষ্ট বিশ্রাম দিয়েছে বলে জানা গেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে নিয়মিত ব্যাটসম্যানদের চমকে দেওয়ার জন্য টার্নের সুযোগ নিতে পারবে স্পিনাররা। সেই সুযোগ কাজে লাগাতে টসে জিতে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। তাদের দলে বাদ পড়েছেন ম্যাট হেনরি, এসেছেন ন্যাথান স্মিথ। ভারতের একাদশে কোনো পরিবর্তন করা হয়নি। IND vs NZ Final, Dubai Weather Report Today: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া?
ভারত বনাম নিউজিল্যান্ড, ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টস আপডেট
#INDvsNZ Champions Trophy 2025 Final#BREAKING | New Zealand WINS THE TOSS & CHOOSES TO BAT FIRST pic.twitter.com/t6rBP1R2nF
— TIMES NOW (@TimesNow) March 9, 2025
নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেনঃ উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, কাইল জেমিসন, উইলিয়াম ওরুরকে।
ভারতের প্লেয়িং ইলেভেনঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।