![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/1-522170633.jpg?width=380&height=214)
IND vs NZ Toss Update & Playing XI: আজ, ১ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে ভারত। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। সিরিজের নিরিখে এই টেস্টের কোনো দাম না থাকলেও ডাব্লুটিসি পয়েন্ট টেবিলের নিরিখে বেশ গুরুত্বপূর্ণ। ভারত টেবিলের শীর্ষে রয়েছে তাই জায়গা ধরে রাখতে এই ম্যাচকে গুরুত্ব দেবে। এদিকে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দল র্যাঙ্ক টার্নার চেয়েছে বলে গুঞ্জন শোনা গেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি সিম এবং স্পিন ফ্রেন্ডলি পিচে টেস্ট হেরেছে। তাই কিউরেটররা জানিয়েছেন, ঘাসের কারণে প্রথম দিনেই সাহায্য পাবেন সিমাররা। তবে দ্বিতীয় দিন থেকে স্পিনাররা সুযোগ পাবে এবং ব্যাট ও বলের ভালো লড়াই হবে। ভারতীয় ব্যাটাররা কিউই স্পিন আক্রমণের বিরুদ্ধে বেশ হিমসিম খায়। মিচেল স্যান্থনার পুনে টেস্টে ১৩ উইকেট নেন, ভারতের ২০ উইকেটের মধ্যে ১৯ উইকেটই পড়েছিল স্পিনে। IND vs NZ 3rd Test Live Streaming: ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে
ভারত বনাম নিউজিল্যান্ড টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ডের একাদশঃ টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, উইলিয়াম ওরুরকে। বাদ পড়েছেন গত ম্যাচের সেরা মিচেল স্যান্থনার এবং পেসার টিম সাউদি, এসেছেন ইশ সোধি, ম্যাট হেনরি।
ভারতের একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ। রোহিত জানিয়েছেন বুমরাহের শরীর ঠিক নেই তাই তাঁর পর