বেঙ্গালুরু ও পুণেতে লজ্জার হারের পর ইতিমধ্যেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়া-র। অপ্রত্যাশিতভাবে জোড়া হারের ধাক্কা কাটিয়ে মুম্বইয়ে তৃতীয় তথা সিরিজের শেষ টেস্টে কিউই-দের বিরুদ্ধে জয়ের কাছে টিম ইন্ডিয়া। ট হাতে নামবেন দুই টেলেন্ডার আজাজ প্যাটেল ও উইলিয়াম ডি রোরকে। সব মিলিয়ে সিরিজের ফল ১-২ করার লক্ষ্যে নামা টিম ইন্ডিয়ার টার্গেট দেড়শোর বেশী হওয়ার কথা নয়। মুম্বই টেস্টে প্রথম দু দিনে পডে়ছে মোট ২৯টি উইকেট। ফলে এই পিচে যে ব্যাট করা সহজ নয়, সেটা জানা কথা।
কিউই-দের শেষ উইকেটটি দ্রুত তুলে ফেলতে পারলে রোহিত শর্মা-দের সামনে সিরিজের মহালজ্জার হোয়াইটওয়াশ এড়ানো সহজ হবে। ওয়াংখেড়ের পিচে বল বেশ ঘুরছে ঠিকই, কিন্তু সেটা যে মারাত্মক বিপজ্জনক বা পিচে জুজু আছে তা বলা যাবে না। পুণের ঘাতক মিচেল স্যান্টনার না থাকাটা রোহিতদের কাছে বড় সুবিধার। যদিও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আজাজ প্যাটেলের কাছে চতুর্থ দিনে ওয়াংখেড়ের পিচ বেশ প্রিয় হতে পারে। আজাজ-এর সঙ্গে থাকবেন ইশ সোধি আর রচিন রবীন্দ্র। আরও পড়ুন-ভারতীয় সমর্থকদের জন্য সহজ ভিসা, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিশেষ প্রতিশ্রুতি পিসিবি চেয়ারম্যানের
ওয়াংখেড়ের চতুর্থ ইনিংসের রেকর্ড
Highest successful chase at the Wankhede Stadium in Tests - 163. pic.twitter.com/I8CsLGz8E2
— Raja Khaqan ラジャ・カーカン (@rajakhaqan05) November 2, 2024
তৃতীয় দিনের শেষে মুম্বইয়ে ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতে তা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু একটা পরিসংখ্য়ান কিছুটা অস্বস্তিতে রাখবে ভারতীয় সমর্থকদের, তা হলে ওয়াংখেড়ে-তে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশী রান তাড়া করার রেকর্ডটা হল মাত্র ১৬৩। মানে ১৬৩-র বেশী রান তাড়া করে চতুর্থ ইনিংসে জেতার রেকর্ড ওয়াংখেড়ে-তে নেই। পরিসংখ্যান বলছে, স্কোরবোর্ড যতই সহজ দেখাক, ওয়াংখেড়ের রেকর্ড আর দুপুরের পর থেকে অশ্বিন-জাদেজা পিচ থেকে যেভাবে টার্ন আদায় করলেন তা রোহিতদের চিন্তা বাড়াতে পারে।
রবীন্দ্র জাদেজা এবং রবি অশ্বিনের স্পিন জুটি আজ নিউজিল্যান্ডকে দিনের শেষ ৯ উইকেটে নামিয়ে আনে। শেষ উইকেটের লড়াই করতে কাল ব্যাট করতে আসবে এজাজ প্যাটেল (৭*) সঙ্গে যোগ দেবেন শেষ খেলোয়াড় উইলিয়াম ও রাউর্ক। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর-১৭১/৯, এগিয়ে ১৪৩ রানে। ম্যাচে ড্যারিল মিচেল ও উইল ইয়ং ৫০ রানের জুটি গড়ে লিড নেওয়ার চেষ্টা করলে জাদেজা দ্রুত দুটি উইকেট নিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন।
রবিচন্দ্রন অশ্বিনের একটি চাঞ্চল্যকর ক্যাচে রবীন্দ্র জাদেজা মিচেলকে আউট করেন। এরপরই টম ব্লান্ডেলকে আউট করেন জাদেজা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষ বলে ম্যাট হেনরিকে আউট করেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে নিয়েছেন জাদেজা।