IND vs NZ 3rd Test Result: মুম্বাই টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে আজ নয়া ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। এটি ভারতের আরও একটি লজ্জাজনক ব্যাটিং পারফরম্যান্স উদাহরণ। নিজেদের দেওয়া টার্নিং ট্র্যাকে নিউজিল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে যেমন ব্যাট হাতে নির্বিকার ছিলেন। তেমনিই বিপদে স্নায়ু ধরে রাখতে ব্যর্থ হয় পুরো দল। একমাত্র ঋষভ পন্থ ৬৪ রানের ইনিংস খেলে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন, কিন্তু অন্য প্রান্ত থেকে কোনও সমর্থন পাননি তিনি। অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি করে লাঞ্চে দলকে জটিল পরিস্থিতিতে ভারতকে বাঁচিয়ে রাখলেও দ্বিতীয় সেশনে ভারতের জন্য পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। আজ ভারতের একমাত্র যোদ্ধা তিনি। এর আগে ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মা (১১), শুভমন গিল (১) ও বিরাট কোহলিকে (১) হারায় ভারত। এজাজ প্যাটেল কোহলি এবং গিলকে আউট করেন। ফের পেসারের সামনে আউট হন ভারতের অধিনায়ক। রোহিতকে ম্যাট হেনরি আউট করেন। IND A vs AUS A, Ball Tampering: ভারতের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ! আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন ইশান কিষাণ
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের স্কোরকার্ড
#TeamIndia came close to the target but it's New Zealand who win the Third Test by 25 runs.
Scorecard - https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/4BoVWm5HQP
— BCCI (@BCCI) November 3, 2024
যশস্বী জয়সওয়াল (৫), সরফরাজ খান (১) এবং রবীন্দ্র জাদেজাও (৬) কোনও মূল্যবান অবদান রাখতে পারেননি ফলে পন্থকে এক প্রান্ত থেকে কঠিন লড়াই চালিয়ে যান। এরপর এজাজ পন্থকে আউট করার পর শেষ দুটি উইকেট নিতে গ্লেন ফিলিপস বেশি সময় নেননি। ২০২১ সালে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর আজ ফের ৬ উইকেট নিয়ে দলকে অনবদ্য জয় এনে দেন এজাজ প্যাটেল। আজ সকালে নিউজিল্যান্ড তাদের রাতের স্কোরে মাত্র তিন রান যোগ করে ভারতের জন্য মাত্র ১৪৭ রানের লক্ষ্য দেয়। দ্বিতীয় দিন থেকেই বল অত্যন্ত টার্ন করতে শুরু করেছিল যা স্পিনারদের বেশ সুযোগ করে দেয়। এই ক্রিজে নতুন ব্যাটসম্যানদের জন্য লড়াই করা এমনিতেই কঠিন করে তোলে। জাদেজা ৫ উইকেট, অশ্বিন ৩ এবং সুন্দর ১ উইকেট নিয়ে ভারতকে ভরসা দিলেও ভারতের ব্যাটসম্যানরা নিজেরাই স্পিন খেলতে পারেনি। নিউজিল্যান্ড স্পিন পিচে ভারতের থেকে ভালো খেলে এই জয় পেয়েছে।
একনজরে তিন টেস্টের ফলাফল
- Lost 2-0 to Sri Lanka
- A washed out Test against Afghanistan
- Proceeded to beat India 3-0 in India
What an incredible turn of events for New Zealand 😮 #INDvNZ #SLvNZ #AFGvNZ pic.twitter.com/Yoi9UX7vNY
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 3, 2024
গতকাল ম্যাচে ড্যারিল মিচেল ও উইল ইয়ং ৫০ রানের জুটি গড়ে লিড নেওয়ার চেষ্টা করলে জাদেজা দ্রুত দুটি উইকেট নিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে নিয়েছেন জাদেজা। দ্বিতীয় সেশনে ২৮ রানের লিড নিয়ে ২৬৩ রানে অলআউট হয়ে যায় ভারত। এজাজ প্যাটেলের ৫ উইকেট এলেও ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। শুভমন গিল তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করার আগেই এজাজ প্যাটেলের বলে ৯০ রানে আউট হয়ে যান। ড্যারিল মিচেল তার সেরা ছন্দে ছিলেন, তবে তৃতীয় সেশনে ওয়াশিংটন সুন্দরের কাছে উইকেট হারিয়ে অল্পের জন্য তার সেঞ্চুরি মিস করেন। ১২৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৮২ রানের ইনিংস খেলেন মিচেল। তৃতীয় সেশনের প্রথম ঘণ্টায় দ্রুত দুই উইকেট তুলে নিয়ে নিজের টেস্টে ১৪তম পাঁচ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। একই ওভারে ইশ সোধি ও ম্যাট হেনরিকে আউট করে মাইলফলক স্পর্শ করেন জাদেজা। নিউজিল্যান্ড ২৩৫ রানে অলআউট হয়ে যায়।