IND vs NZ 3rd Test Day 1 Stumps: ভালো শুরু করেও ফের তাড়াতাড়ি উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত। ব্যাট করতে নেমে রোহিত ভালো ব্যাটিং করলেও ১৮ রান করেই ম্যাট হেনরির বলে আউট হয়ে ফিরে যান। এরপর গিল এবং জয়সওয়াল ভালো জুটি গড়ে স্কোর ৭৮ রানে নিয়ে যান। ৫২ বলে ৩০ রান করে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান যশস্বী। বিরাট তারপর ব্যাট করতে না নেমে নাইটওয়াচম্যান হিসেবে সিরাজকে পাঠানো হয় কিন্তু তিনিও এজাজের পরের বলেই কিছু করতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন। অবশেষে বিরাট এলে সাবলীলভাবে একটি চার মারেন এবং সিঙ্গেল নিতে গিয়ে বাজে রান আউট হয়ে ফিরে যান।আজ মাত্র ১৯ ওভার ব্যাটিং করে দিনের শেষে ভারতের স্কোর-৮৬/৪। নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে ১৪৯ রানে। কাল ব্যাট করতে নামবেন পন্থ (১*) এবং গিল (৩১*)। এর আগে নিউজিল্যান্ড ২৩৫ রানে অলআউট হয়ে যায় । Ravindra Jadeja 5 Wicket Haul: ঘরের মাঠে সবচেয়ে বেশি ৫ উইকেট! আব্দুল কাদিরের সমকক্ষ রবীন্দ্র জাদেজা
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিনের স্কোরকার্ড
Stumps on the opening day of the Third Test in Mumbai.#TeamIndia move to 86/4 in the 1st innings, trail by 149 runs.
See you tomorrow for Day 2 action
Scorecard - https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/ppQj8ZBGzz
— BCCI (@BCCI) November 1, 2024
ড্যারিল মিচেল তার সেরা ছন্দে ছিলেন, তবে তৃতীয় সেশনে ওয়াশিংটন সুন্দরের কাছে উইকেট হারিয়ে অল্পের জন্য তার সেঞ্চুরি মিস করেন। ১২৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৮২ রানের ইনিংস খেলেন মিচেল। তৃতীয় সেশনের প্রথম ঘণ্টায় দ্রুত দুই উইকেট তুলে নিয়ে নিজের টেস্টে ১৪তম পাঁচ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। একই ওভারে ইশ সোধি ও ম্যাট হেনরিকে আউট করে মাইলফলক স্পর্শ করেন জাদেজা। নিউজিল্যান্ড ৬৫.৪ ওভারে ২৩৫ রান তুললে শেষ উইকেটে এজাজ প্যাটেলকে আউট করেন সুন্দর। দ্বিতীয় সেশনে জাদেজা ৭১ রান করা উইল ইয়ংকে আউট করার পর টম ব্লান্ডেলকে একই ওভারে ০ রানে আউট করেন। এরপর গ্লেন ফিলিপসকে ১৭ রানে ফেরান তিনি। একদিক থেকে জাদেজা উইকেট নিলে অন্যদিক থেকে এই সেশনে আর কেউ উইকেট নিতে পারেননি। প্রথম সেশনে কিউই অধিনায়ক টম ল্যাথাম (২৮) এবং তারকা ব্যাটসম্যান রচিন রবীন্দ্র (৫)-কে আউট করে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন ওয়াশিংটন সুন্দর। আজ দিনের চতুর্থ ওভারে ডেভন কনওয়ের উইকেট নিয়ে ভারতের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন আকাশ দীপ।