![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/153-30.jpg?width=380&height=214)
India National Cricket Team vs England National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। ভারত এই সিরিজে অপ্রতিরোধ্য। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই নিজের সেরাটা দিয়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে ভারত ইংল্যান্ডকে ৩০৪ রানে আটকে দেয় এবং রবীন্দ্র জাদেজা চার ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে নেন। মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী তাকে ভালভাবে সমর্থন করে একটি করে উইকেট নেন। জবাবে ভারতের রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ফর্মে ফিরে কেরিয়ারের ৩২তম ওয়ানডে সেঞ্চুরি করেন। শুভমন গিল হাফসেঞ্চুরি করে অধিনায়ককে সাহায্য করেন। ভারত পরপর কয়েকটি উইকেট হারালেও শ্রেয়স আইয়ার (৪৪) ও অক্ষর প্যাটেল (৪১*) জয় নিশ্চিত করেন ৪৪.৩ ওভারেই। IND vs ENG 3rd ODI Dream11 Prediction: আজ ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ভারত বনাম ইংল্যান্ড
One last time before the #ChampionsTrophy 💪🇮🇳#PlayWithFire | #INDvENG pic.twitter.com/Y2WyLCa2Yg
— SunRisers Hyderabad (@SunRisers) February 12, 2025
ইংল্যান্ডের স্কোয়াডঃ ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, জেমি ওভারটন, সাকিব মাহমুদ, জোফরা আর্চার।
ভারতের স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, যশস্বী জয়সওয়াল, বরুণ চক্রবর্তী, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর।
ভারত বনাম ইংল্যান্ড সরাসরি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ?
১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড।
কখন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে দেখা যাবে ডিজনি+ হটস্টারে (Disney+ Hotstar)।