IND Test Team (Photo Credit: BCCI/ X)

আজ ৩ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমের ডঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। রোহিত শর্মার দল বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের মুখোমুখি হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনার চেষ্টা করছে। গতকাল জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) দ্রুততম ভারতীয় পেসার হিসেবে ১৫০ টেস্ট উইকেট নেওয়ার পর পাঁচ উইকেট নিয়ে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ভারত। বুমরা ৪৫ রানে ৬ উইকেট নেওয়ার পর ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জো রুটকে কেরিয়ারে অষ্টমবারের মতো আউট করেন বুমরা এবং তারপরে অলি পোপকে সাফ করেন ভয়ঙ্কর রিভার্স সুইং ইয়র্কার দিয়ে। এরপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে জনি বেয়ারস্টোকে ফেরান বুমরা, তারপরে কুলদীপ আরও দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে সত্যিকারের সমস্যায় ফেলে দেন। এর আগে যশস্বী জয়সওয়াল ২৯০ বলে ২০৯ রান করা সত্ত্বেও মাত্র ৩৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২৮/০। IND vs ENG 2nd Test Day 2 Stumps: বুমরার ছয় ধাক্কায় কুপোকাত ইংল্যান্ড, স্টোকসদের ২৫৪ রানে অলআউট করে ভাইজাগে রোহিতরা এগিয়ে ১৭১ রানে

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই.এস.রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam) আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ

সরাসরি টিভিতে ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।