জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) দ্রুততম ভারতীয় পেসার হিসেবে ১৫০ টেস্ট উইকেট নেওয়ার পর পাঁচ উইকেট নিয়ে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ভারত। বুমরা ৪৫ রানে ৬ উইকেট নেওয়ার পর ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২৮/০। আজ সকালে ভারত ৩৯৬ রানে অলআউট হওয়ার পরে ইংল্যান্ড ভাল শুরু করলেও কুলদীপ যাদব বেন ডাকেটের উইকেট নিয়ে জ্যাক ক্রলির সঙ্গে তাঁর বিপজ্জনক উদ্বোধনী জুটির সমাপ্তি ঘটান। এরপর অক্ষর প্যাটেল মাত্র ৭৮ বলে ৭৬ রানে সাবলীলভাবে খেলা ক্রলিকে ফেরান।
এরপর জসপ্রীত বুমরা দায়িত্ব নেন, প্রথমে জো রুটকে কেরিয়ারে অষ্টমবারের মতো আউট করেন এবং তারপরে অলি পোপকে সাফ করেন ভয়ঙ্কর রিভার্স সুইং ইয়র্কার দিয়ে। এরপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে জনি বেয়ারস্টোকে ফেরান বুমরা, তারপরে কুলদীপ আরও দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে সত্যিকারের সমস্যায় ফেলে দেন। Yashasvi Jaiswal: ভাইজাগে যশস্বী জয়সওয়ালের অনবদ্য ২০৯ রান, টিম ইন্ডিয়া অল আউট ৩৯৬
দেখুন বুমরা-র অসামান্য বোলিং
Timber Striker Alert 🚨
A Jasprit Bumrah special 🎯 🔥
Drop an emoji in the comments below 🔽 to describe that dismissal
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBank pic.twitter.com/U9mpYkYp6v
— BCCI (@BCCI) February 3, 2024
এর আগে যশস্বী জয়সওয়াল ২৯০ বলে ২০৯ রান করা সত্ত্বেও মাত্র ৩৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। জয়সওয়াল ভারতীয় ইনিংস জুড়ে খুব কমই সমর্থন পান, পরের সেরা স্কোর (৩৪) আসে শুভমান গিলের ব্যাট থেকে। বিনোদ কাম্বলি ও সুনীল গাভাস্কারের পর টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন জয়সওয়াল। অন্য প্রান্তে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ১৭৯ রানে দ্বিতীয় দিন শুরু করেন তিনি। এই জুটি দ্বিতীয় দিনের প্রথম আধ ঘন্টা টিকে থাকতে সক্ষম হয়, পরে অশ্বিন জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে যান, শোয়েব বশিরের সাথে পুরো সকাল ইংল্যান্ডের সেরা বোলার ছিলেন তিনি।
দেখুন স্কোরকার্ড
Stumps on Day 2 in Vizag! 🏟️
A fabulous day with the bat & ball 🙌#TeamIndia will resume Day 3 with a lead of 171 runs in the second innings 👌👌
Scorecard ▶️ https://t.co/X85JZGt0EV#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/c3mVHem1Ty
— BCCI (@BCCI) February 3, 2024