![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/image.jpg?width=380&height=214)
IND vs ENG 2nd ODI Toss Update: ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ আয়োজিত হয়েছে। কটকের বরাবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিনটি পরিবর্তন এনেছে। একাদশে এসেছেন মার্ক উড, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন। এই ম্যাচে কামব্যাক করেছেন বিরাট কোহলি। হাঁটুর চোটের কারণে নাগপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি তিনি। ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এবার রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যাবে শুভমান গিলকে। কোহলি ছাড়াও একাদশে এসেছে আরও একটি বড় পরিবর্তন। স্পিনার কুলদীপ যাদবের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে ( Varun Chakravarthy)। এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে অভিষেক হবে বরুণের। IND vs ENG 2nd ODI Live Streaming: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে
কটকে টসে জিতে ব্যাট করছে বাটলাররা
🚨 Toss 🚨#TeamIndia have been put into bowl first 👍
Updates ▶️ https://t.co/NReW1eEQtF#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/4tmuipNAO0
— BCCI (@BCCI) February 9, 2025
ইংল্যান্ডের একাদশঃ ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড ও সাকিব মাহমুদ।
ভারতের একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।