India National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুটি দলই সুপার ফোর পর্যায়ে তাদের প্রথম ম্যাচ জিতেছে। ভারত বাংলাদেশ বিপক্ষে ১৭টি টি২০ ম্যাচের মধ্যে ১৬টি জিতেছে। এশিয়া কাপের মধ্যে, ভারত বাংলাদেশ বিপক্ষে দুইটি ম্যাচই জিতেছে। তবে দুবাইয়ে প্রথমবারের মত ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচ খেলবে। ভারত তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারায়। অন্যদিকে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে এই ম্যাচ খেলতে নামবে। IND vs BAN, Super Four Asia Cup 2025 Dream11 Prediction: ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ভারত বনাম বাংলাদেশ, এশিয়া কাপ ২০২৫
Super Fours | Match 4 ⚔️
A berth in the Final is in sight, as India take on Bangladesh in their second respective Super Fours clash.
Will 🇮🇳 continue their winning streak or will 🇧🇩 spring a surprise?#INDvBAN #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/ZftmAiHCuX
— AsianCricketCouncil (@ACCMedia1) September 24, 2025
ভারতের স্কোয়াডঃ অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, রিংকু সিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
বাংলাদেশের স্কোয়াডঃ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকির আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজ রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব।
এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
২৪ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে Sony Sports 1, Sony Sports 3 (Hindi) এবং Sony Sports 5 চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ
ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে SonyLIV অ্যাপে।