Suryakumar Yadav Milestone Photo Credit: Twitter@mufaddal_vohra

আজ, শনিবার হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। টিম ইন্ডিয়া টানা দুটি ম্যাচে জেতে ইতিমধ্যেই এই টি-২০ সিরিজ দখলে নিয়েছে। সূর্যকুমার যাদবের দলের লক্ষ্য আজ চারমিনারের শহরে জিতে বাংলাদেশকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করা। টেস্ট সিরিজে ভারতের কাছে ২-০ হারের পর, টি-২০ সিরিজেও দুটো ম্যাচে পরাস্ত হয়েছে নাজমুল হোসেন শান্তোর দল। ভারতে এসে খেই হারিয়েছে বাংলাদেশ দল। জেতা তো দূরের কথা টিম ইন্ডিয়ার কাছে দাঁড়াতেই পারছে না পদ্মাপাড়ের দেশের জাতীয় ক্রিকেট দল।

ভাইরান সংক্রমণে আক্রান্ত হওয়ায় এদিন খেলতে পারছেন না পেসার হর্ষিত রানা। শুধুমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে মায়াঙ্ক যাদবকে প্রথম একাদশে রাখা হয়েছে। সেখানে তিন স্পিনার হিসেবে খেলছেন-বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই।

ভারতের প্রথম একাদশ- সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা,নীতীশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবী বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।

টসে জিতে প্রথমে ব্যাট করছে টিম ইন্ডিয়া

এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা  ৭টা থেকে শুরু হবে। খেলাটি দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের চ্যানেলে। জিও সিনেমা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে দেখা যাবে খেলাটি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।