মহম্মদ শামি (Photo Credit: Getty)

ইন্দোর, ১৪ নভেম্বর:  IND vs BAN, 1st Test 2019- ইন্দোর টেস্টে বাংলাদেশের (Bangladesh) প্রথম ইনিংস শেষ হল ১৫০ রানে। মাত্র ৫৮.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ। চা পানের বিরতি পর্যন্ত ৭ উইকেটে ১৪০ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে মাত্র ১০ রান তুলতেই বাকি ৩ উইকেট হারাল তারা। কার্যত, বাংলাদেশের শেষ পাঁচ উইকেট পড়ল ১০ রানে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। মোমিনুল হক-মুশফিকুর রহিমের জুটি চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করে তা খানিকটা কাটিয়ে দিলেও দ্বিতীয় সেশনে ফের আঘাত হানে ভারত। এই সেশনে পড়ে ৪ উইকেট। যার মধ্যে ২টো নেন রবিচন্দ্রন অশ্বিন (২-৪৩), ২টো নেন মহম্মদ শামি। আর শেষ সেশনে লিটন দাসকে (২১) ফেরালেন ইশান্ত শর্মা (২-২০)। প্রথম স্লিপে ক্যাচ নিলেন কোহালি। এর পর তাইজুল ইসলাম রান আউট হলেন রবীন্দ্র জাডেজা-ঋদ্ধিমান সাহার যুগলবন্দিতে। আর ইবাদত হোসেনকে বোল্ড করলেন উমেশ যাদব (২-৪৭)। তবে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শামিই সবচেয়ে সফল। জবাবে দিনের শেষে এক উইকেটে ৮৬ তুলল ভারত।

লাঞ্চের পর রবিচন্দ্রন অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল (৩৭)। ৯৯ রানে পড়ে যায় চতুর্থ উইকেট। এর পর মাহমুদুল্লাহকেও (১০) বোল্ড করেছিলেন অশ্বিন। ১১৫ রানে পড়েছিল পাঁচ উইকেট। তার পর ৫৪ ওভারে পর পর দুই বলে দুই উইকেট নিলেন শামি। প্রথমে মুশফিকুর রহিমকে (৪৩) দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন। পরের বলে এলবিডব্লিউ করেছিলেন মেহেদি হাসান মিরাজ। খাতা না খুলেই তাঁকে রাস্তা দেখান শামি। সাত ওভারের মধ্যেই আউট হয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। প্রথমে ইমরুল কায়েসকে (৬) ফেরান উমেশ যাদব। তাঁর ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। এর পর শাদমান ইসলামকে (৬) ফেরান ইশান্ত শর্মা। ক্যাচ ধরেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ১২ রানে দুই উইকেট পড়ে গেছিল বাংলাদেশের। তৃতীয় উইকেট পড়ে মাত্র ৩১ রানে। মহম্মদ মিঠুনকে (১২) এলবিডব্লিউ করেন মহম্মদ শামি। এর পর বেশ কয়েকবার সুইংয়ে পরাস্ত হয়েও বেঁচে যান ব্যাটসম্যানরা। ভারতের তিন পেসারই দুরন্ত ছন্দে বল করেন। এরপর অধিনায়ক মোমিনুল হক ও মুশফিকুর রহিম প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তখনই আঘাত হানেন অশ্বিন। ফেরালেন মোমিনুলকে। এর আগে তিন রানে তাঁর বলেই বেঁচে গেছিলেন মোমিনুল। কাট করতে গিয়ে প্রথম স্লিপে থাকা রাহানের দিকে গিয়েছিল বল। কঠিন সুযোগ, হাতে রাখতে পারেননি ভারতের সহ-অধিনায়ক। মুশফিকুরও এর মধ্যে দু’বার জীবন পেয়েছেন। একবার তিন রানে আর অন্যবার ১৪ রানে। প্রথমবার উমেশ যাদবের বলে তৃতীয় স্লিপে তাঁর ক্যাচ ফেলেন বিরাট কোহালি। পরেরবার রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলেন অজিঙ্ক রাহানে। আরও পড়ুন: আমি Virat Kohli: ব্যাট হাতে বলল David Warner-এর খুদে মেয়ে

জবাবে দিনের শেষে এক উইকেটে ৮৬ তুলল ভারত। রোহিত শর্মা (৬) দ্রুত আউট হলেও অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৭২ রান যোগ করেছে ভারত। ক্রিজে আছেন মায়াঙ্ক আগরওয়াল (৩৭) ও চেতেশ্বর পূজারা (৪৩)। এখনও ৬৪ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যে ভাবে ব্যাট করছেন পূজারা-মায়াঙ্ক, তাতে বড় রানের দিকেই এগোচ্ছে ভারত।