স্কট বোল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন। একই ওভারে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে আউট করে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা দেন তিনি। ৩ উইকেটে ১৬৪ রান থেকে দিনের খেলা শুরু করে ভারত। অজিঙ্ক রাহানেকে সঙ্গে নিয়ে ১৫ রান যোগ করেন কোহলি। এরপর বোল্যান্ড ভারতের এই জুটিকে ভেঙে দেন। কোহলি ৪৯ রান করে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, জাদেজাও শূন্য রানে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর বেশ কয়েকটি শট খেলে ৪৬ রানে মিচেল স্টার্কের বলে আউট হন রাহানে। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করা শার্দুল ঠাকুর এবারও খাতা খুলতে পারেননি। শ্রীকর ভরত দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও ৩২ রানে লায়ানের বলে উইকেট দিয়ে ফিরে যান। স্টার্কের বলে কিছু বুঝে ওঠার আগেই ১ রানে ফিরে যান উমেশ যাদব। ১৩ রানে মহম্মদ শামি দাঁড়িয়ে থাকলেও ১ রানে সিরাজকে ফেরান ন্যাথান লায়ান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রান করেছে ভারত। সকালে যখন মাঠে নামে তখন ভারতের এখনও জয়ের জন্য ২৮০ রান প্রয়োজন আর অজিদের চায় ৭ উইকেট, দু'দলের হাতেই রয়েছে ৯০ ওভার। ভারতের হয়ে ভালো শুরু করা বোলান্ডে বলে গ্রিনের হাতে বিতর্কিত ক্যাচ দিয়ে ফিরে যান শুভমন। শেষ ইনিংসে দ্রুত পার্টনারশিপ করা রোহিত লায়ানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান, এরপর কামিন্সের বলে আউট হন পূজারা। চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান করে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। ভারতের জয়ের জন্য মোট ৪৪৪ রান প্রয়োজন ছিল।