India Champions (Photo Credit: @ImTanujSingh/ X)

গত ১২ জুলাই (শুক্রবার) নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ (World Championship of Legends 2024)-এর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের ৮৬ রানে পরাজিত করেছে ভারত চ্যাম্পিয়নরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স অধিনায়ক ব্রেট লি। রবিন উথাপ্পা, যুবরাজ সিং, ইউসুফ পাঠান ও ইরফান পাঠানের হাফসেঞ্চুরিতে ভর করে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়নরা ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তোলে। অস্ট্রেলিয়ার পক্ষে পিটার সিডল ৪টি এবং নাথান কোল্টার-নাইল ও জেভিয়ার ডোহার্টি ১টি করে উইকেট নেন। ২৩ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। জবাবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নরা ২০ ওভারে মাত্র ৭ উইকেটে ১৬৮ রান তুলতে পারে। BBL Schedule 2024-25: আগামী বিগ ব্যাশ লিগ শুরু ১৫ ডিসেম্বর থেকে, দেখুন সূচি

অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ ছিল, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শন মার্শকে মাত্র ২ রানে হারায় তারা এবং বেন ডাঙ্ক চতুর্থ ওভারের পঞ্চম বলে ১০ রান করে আউট হন। অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার ইনিংসকে স্থিতিশীল করার চেষ্টা করেন কিন্তু ষষ্ঠ ওভারে তিনিও উইকেট হারানোয় ব্যর্থ হন। ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও ক্যালাম ফার্গুসন ইনিংস পুনরুদ্ধারের চেষ্টা করলেও যথাক্রমে ২৩ ও ১৮ রান করে উইকেট হারান। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের হয়ে টিম পেইন ও নাথান কোল্টার-নাইল ৩০ রানের গণ্ডি পেরিয়েছেন। টিম পেইন ৩২ বলে ৪০ ও কুল্টার-নাইল ১৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে, অস্ট্রেলিয়া ৮৬ রানে হেরে যাওয়ায় তাদের দুটি ইনিংসই পর্যাপ্ত ছিল না। ভারতের হয়ে ধাওয়াল কুলকার্নি ও পবন নেগি ২টি করে এবং রাহুল শুক্লা, হরভজন সিং ও ইরফান পাঠান ১টি করে উইকেট নেন। আজ, ১৩ জুলাই বার্মিংহামে ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারত। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের ২০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।