ওপেনার রোহিত শর্মার ব্যাটে ভর করে ইনিংস শুরু ভারতের। ৬৬ বলে তিনি অর্ধশতরান করলেও তৃতীয় সেশনের শেষের দিকে লোকেশ রাহুলকে হারায় ভারত। প্রথম দিনের শেষে ১ উইকেটে ৭৭ রান করে অস্ট্রেলিয়া থেকে ১০০ রানে পিছিয়ে ভারত। রোহিত ৬৯ বলে ৫৬ রানে এবং রবিচন্দ্রন অশ্বিন এখনও ক্রিজে। এর আগে রবীন্দ্র জাদেজা ৫ ও অশ্বিন ৩ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কম রানে অলআউট করতে সাহায্য করে। জাদেজার ট্রিপল স্ট্রাইকের পর অ্যালেক্স ক্যারি ও পিটার হ্যান্ডসকম্বের পাল্টা আক্রমণাত্মক জুটি ভারতকে চাপে ফেলে দেয়। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনেই মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথের বড় উইকেট তুলে নেয় ভারত।
Debutant Todd Murphy breaks the opening stand but India finish the opening day of the Nagpur Test on top.#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/rzMJy0hUFm pic.twitter.com/cir0bmZWMy
— ICC (@ICC) February 9, 2023
রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যারির বিদায়ের মধ্য দিয়ে আক্রমণাত্মক জুটি ভাঙ্গার সঙ্গে টেস্টে ৪৫০ উইকেট সংগ্রহ করেন। টড মারফিকে আউট করে পঞ্চম উইকেট তুলে নেন জাদেজা। এরপর স্কট বোল্যান্ডকে ক্লিন বোল্ড করে কাজ শেষ করেন অশ্বিন। জাদেজার আঘাতের আগে অস্ট্রেলিয়া ছিল শীর্ষে। স্মিথ ও লাবুশেন স্পিনকে অগ্রাহ্য করে ২০২ বলে ৮২ রানের জুটি গড়েন। ৪৯ রানে লাবুশানেকে স্টাম্প আউট করেন কেএস ভরত। এরপর পরের বলেই ম্যাট রেনশকে আউট করেন জাদেজা। হ্যাটট্রিক করতে না পারলেও শেষ পর্যন্ত স্টিভ স্মিথের বড় উইকেট তুলে নেন তিনি। এর আগে ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা প্রথম চার ওভারেই যথাক্রমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের শিকার হন।