India National Cricket Team vs Australia National Cricket Team 3rd Test Live Scorecard: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ তৃতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার (AUS বনাম IND) মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ট্রাভিস হেড (Travis Head) কাউন্টার অ্যাটাকিং সেঞ্চুরি করে ভারতকে সিরিজে আরও একবার চাপে ফেলে দেন। ব্যাক টু ব্যাক ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছতে ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েছেন এই দুরন্ত ব্যাটার। স্টিভ স্মিথও দুর্দান্ত হাফসেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার ইনিংস নিয়ন্ত্রণের হাল ধরেছেন। ৩৪তম ওভারে নীতিশ কুমার রেড্ডির বলে মার্নাস লাবুশেনের শিকার হওয়ার পর যখন অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৭৫ তখন আসেন এই অজি ব্যাটার। হেড এসেই বাউন্ডারি মেরে ভালো শুরু করেন এবং তিনি নিশ্চিত করেন যে অস্ট্রেলিয়াকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাবেন এবং বিরতির পরে পাল্টা আক্রমণ শুরু করেন। IND vs AUS 3rd Test Live Scorecard: বুমরাহর জোড়া আঘাতেও ভালো শুরু অজিদের, লাঞ্চে স্কোর- ১০৪/৩
HE'S DONE IT AGAIN!
Travis Head brings up another hundred ⭐️#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/10yBuL883X
— cricket.com.au (@cricketcomau) December 15, 2024
হেড মাত্র ৭১ বলে তার হাফ সেঞ্চুরি করেন। সিরাজের সঙ্গে ঝামেলাকে পেছনে ফেলে হেড ভারতীয় পেসারের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করেন। জোড়া বাউন্ডারি হাঁকিয়ে হেড ৯০-এর ঘরে ঢুকে যান। এরপর বুমরাহ আক্রমণে ফিরলে হেড ১১৫ বলে সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে হেড ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে রোহিত শর্মার দলের বিপক্ষে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন। ভারতের বিপক্ষে এটি হেডের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। রবিবার নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি হাঁকান হেড। রবিবার এই ইনিংসে ৫১ এরও বেশি অ্যাভরেজে ভারতের বিরুদ্ধে ১০০০ রান অতিক্রম করেছেন তিনি। ভারতের বিপক্ষে শেষ ৭ ইনিংসে ৬০০-র বেশি রান করেছেন হেড। ব্রিসবেনে ইনিংসের সময় ৩০০ রানের গণ্ডি পেরিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও লিড বাড়িয়েছেন তিনি। যার ফলে টি ব্রেকে অজিদের স্কোর হয়-২৩৪/৩
That's Tea on Day 2 of the 3rd Test.
Australia 234/3
Scorecard - https://t.co/dVDZu4kbfX… #AUSvIND pic.twitter.com/BFfKDQ67d8
— BCCI (@BCCI) December 15, 2024