Rishab Pant and Rohit Sharma (Photo Credit: BCCI/ X)

IND vs AUS 2nd Test Live Scorecard: অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টের (AUS বনাম IND) প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে আউট করে মিচেল স্টার্ক শুরুতেই ভারতকে চমকে দেন। এরপর শুভমন গিল এবং কেএল রাহুল ভারতকে ভালো শুরু এনে দেন। তবে প্রথম সেশনের শেষ দিকে ভারতকে ফের বিপাকে ফেলেন মিচেল স্টার্ক। তাঁর ঘাতক স্পেলে ৬৪ বলে ৩৭ রানে কেএল রাহুলকে আউট হন। এভাবে তার এবং গিলের মধ্যে ৬৯ রানের জুটির সমাপ্তি ঘটে। তারপরে তার পরের ওভারের প্রথম বলে বিরাট কোহলিকে ফেরত পাঠান এই অজি পেসার। ইনিংসের শুরুতেই রাহুলের ভাগ্য সহায় ছিল। তখন স্কট বোল্যান্ডের করা প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি কিন্তু আম্পায়ার তাকে নো বল বলে বাঁচিয়ে দেন। পরে একই ওভারের পঞ্চম বলে রাহুলকে আউট করেন বোল্যান্ড। ছয় নম্বরে ব্যাট করতে এসে রোহিত শর্মা এবং ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং চালিয়ে যাবেন। AUS vs IND 2nd Test Toss Update: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, জানুন দু’দলের একাদশ

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট লাইভ স্কোরকার্ড