IND vs AUS 2nd Test Live Scorecard: আজ পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় সেশনে ( AUS বনাম IND) ট্রাভিস হেড মাত্র ১১১ বলে তার অষ্টম টেস্ট সেঞ্চুরি করে ভারতকে বেশ বিপদে ফেলে দেন। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় সেশনের শুরুতে মিচেল মার্শকে আউট করলেও ট্রাভিস হেড চালিয়ে যাচ্ছেন। হেড ও মার্নাস লাবুশেনের হাফসেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পিঙ্ক বলের টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের দ্বিতীয় সেশনেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। হেড যখন উইকেটরক্ষক ক্যারির সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন তখনই সিরাজ তাঁকে আউট করে অজিদের ব্যাটিং লাইনআপের একদিক থেকে ইতি ঘটান। কিন্তু হেডের সঙ্গে অধিনায়ক কামিন্স এসে স্লো হলেও ভালো জুটি গড়েন। শতকের পর বাউন্ডারির বন্যা বইয়ে দেওয়া হেড ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলে আউট হয়ে ফিরে যান। সেশনের শেষ ওভারে কামিন্সকে ১২ রানে বোল্ড করেন বুমরাহ। অস্ট্রেলিয়া এখন ১৫২ রানে লিডে এগিয়ে রয়েছে। Travis Head Century: ফের ভারতের মাথাব্যাথা 'হেড', টেস্ট অষ্টম শতক ট্রাভিসের
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট লাইভ স্কোরকার্ড
That's Tea on Day 2 of the 2nd Test.
Australia 332/8, lead by 152 runs.
Scorecard - https://t.co/urQ2ZNmHlO…… #AUSvIND pic.twitter.com/1L8Prfp6Uh
— BCCI (@BCCI) December 7, 2024
পিঙ্ক বলের টেস্টের প্রথম সেশনের শেষের দিকে হাফসেঞ্চুরি করে মার্নাস লাবুশেন তার খারাপ ফর্ম ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছেন। ১২৬ বলে ৬৪ রানে নীতীশ রেড্ডির বলে আউট হওয়ার আগে ট্রাভিস হেডের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন লাবুশেন। জসপ্রীত বুমরাহর প্রথম দিকে উইকেট নিয়ে ভারতকে সুযোগ করে দিলেও এই জুটি ভারতের উপর ফের চাপ বাড়িয়ে দেয়। তাঁর চার ওভারের স্পেলের পর হর্ষিত রানা ও মহম্মদ সিরাজ লাবুশেন ও হেডকে বিরক্ত করতে পারেননি। বুমরাহ নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ম্যাকসুইনি। অ্যাডিলেড ওভালেও স্টিভ স্মিথ কিছু করতে পারেননি। ১১ বলে মাত্র ২ রান করে বুমরাহর বলে আউট হন তিনি। ভারত দ্বিতীয় দিনে তাদের কৌশল পরিবর্তন করেছে, প্রথম দিনের চেয়ে অনেক বেশি স্টাম্পে আক্রমণ করছে।