Ind vs Aus Nagpur Test 2023 (Photo Credit: BCCI/Twitter)

১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট সহজ জয়ের পর ভারত ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজ সমতায় আনার চেষ্টা করবে। প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের দাপট ছিল, আর অশ্বিন আট উইকেট এবং রবীন্দ্র জাদেজা সাত উইকেট নেন। পাঁচ মাস বাদে প্রত্যাবর্তন হলেও ব্যাট হাতে অর্ধশতরান করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন জাদেজা। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেই হাল ছেড়ে দেয়।

কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ? 

১৭ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।

পিচের খবর

ভারতের অন্যান্য মাঠের মতোই খেলার শুরুর দিনগুলোতে ব্যাটিংয়ের জন্য পিচটি হবে অসাধারণ। খেলা যত এগোবে, স্পিনারদের জন্য সুবিধাজনক হবে। এই ট্র্যাকের বাউন্স তুলনামূলকভাবে কম, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। এখানে প্রথম ইনিংসে গড় রান যেখানে ৩৪২, সেখানে চতুর্থ ইনিংসে গড় ১৬৫ রান। পরিসংখ্যান বলছে, এই পিচে আগে ব্যাট করতে নামলে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হবে।

কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?

ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)