IND vs AUS 2nd ODI Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ, জেনে নিন কোথায় কখন সরাসরি দেখবেন খেলা
IND vs AUS ODI Series 2023 (Photo Credit: Dinesh Kartik/ Twitter)

আজ ১৯ মার্চ ইস্ট বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam) তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ বরাবরই রোমাঞ্চকর। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে অলআউট করে ৩৯.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৬৫ বলে ৮১ রান করেন মিচেল মার্শ এবং শুভমন গিল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে আউট করে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দেন মিচেল স্টার্ক। তারপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ১২৩ বলে অপরাজিত ১০৮ রানের জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন একদিনের ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থাকা ভারত রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ জিতে নিতে চাইবে অন্যদিকে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া অজিরা।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম্যাচ?

১৯ মার্চ ইস্ট বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam) ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম্যাচ?

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।

কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের সরাসরি সম্প্রচার?

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম্যাচ ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম্যাচ লাইভ স্ট্রিমিং?

ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং।