IND vs AUS 2020–21: কঠোর কোয়ারান্টিন বিধি, শেষ টেস্ট খেলতে ব্রিসবেন যেতে নারাজ ভারতীয় দল
File Image | Indian Test Cricket Team | (Photo Credits: Twitter@BCCI)

ব্রিসবেনে (Brisbane) অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট (IND vs AUS 2020–21) ঘিরে অনিশ্চয়তা। কুইন্সল্যান্ডের কঠোর কোয়ারান্টিন বিধি (Quarantine Restrictions) মানতে নারাজ ভারতীয় দল। সেই কারণে দল ব্রিসব্রেনে যেতে নারাজ। কুইন্সল্যান্ডে নামলেই দুই দলকেই ১৪ দিনের কোয়ারান্টিনে যেতে হবে। আর এটাই মানতে পারছেন না খেলোয়াড়রা। প্রতিবেদন অনুসারে, এমনিতেই বিধি মেনে চলতে মানসিকভাবে ক্লান্তি অনুভব করছেন খেলোয়াড়রা। এর ওপর যদি প্লেয়ারদের রুমেই বন্দী থাকতে হয়, তাহলে দল সেখানে যাবে না।

টিম ইন্ডিয়ার একটি সূত্রকে উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, দলের খেলোয়াড়রা সিডনিতে আসার আগে দুবাইতে ১৪ দিনের কোয়ারান্টিনে ছিলেন। সিডনিতে আরও ১৪ দিন কোয়ারান্টিনে কাটাতে হয়েছে। এরপর আবার সফরের শেষে দলের সদস্যরা ফের কোয়ারান্টিনে যেতে নারাজ। যদিও বিসিসিআই-র তরফে ক্রিকেট অস্ট্রেলিয়াকে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, সিডনিতেই সিরিজের শেষ টেস্ট ম্যাচ হতে পারে। আরও পড়ুন: Sourav Ganguly's Health Update: রাতে ভালো ঘুমিয়েছেন, করোনা রিপোর্ট নেগেটিভ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

বিসিসিআই-র একটি সূত্র বলেছে, মাঠে অনুশীলনে যাওয়া ছাড়া বাকি সময়টা যদি আবার হোটেলেই আটকে থাকতে হয়, তাহলে আমরা ব্রিসবেন যেতে আগ্রহী নয়। এর পরিবর্তে সিরিজ সম্পূর্ণ করতে অন্য কোনও শহরে বাকি দুটি টেস্ট আয়োজন হলে আপত্তির কিছু নেই।