আজ ১০ ফেব্রুয়ারি নাগপুরে ২০২৩ বর্ডার গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় দিন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের হয়ে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কে এস ভরতের (KS Bharat)। অস্ট্রেলিয়ার হয়ে দলে আসছেন টড মারফি (Todd Murphy)। দিনের শুরুতেই ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা প্রথম চার ওভারেই যথাক্রমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের শিকার হন। স্মিথ ও লাবুশেনের ৮২ রানের জুটি ভাঙ্গেন জাদেজা। এরপর অ্যালেক্স ক্যারি ও পিটার হ্যান্ডসকম্বের পাল্টা আক্রমণাত্মক জুটি ভেঙ্গে অশ্বিন তাঁর টেস্টে ৪৫০ উইকেট সম্পূর্ণ করেন। রবীন্দ্র জাদেজা ৫ ও অশ্বিন ৩ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে অলআউট করে। তৃতীয় সেশনের শেষের দিকে লোকেশ রাহুলকে হারানোর পর রোহিত ৫৬ রানে এবং রবিচন্দ্রন অশ্বিন নাইট ওয়াচম্যান হয়ে এখনও ক্রিজে।
🇮🇳's all set to be tested by🔥as they🤺against the No.1 Test cricket team in the world, #Australia
Will they emerge triumphant in this test fire? 🥵
Tune-in 🏏to the 1st Mastercard #INDvAUS Test, Feb 9-13, 8:30 AM, only on Star Sports & Disney+Hotstar!#BelieveInBlue pic.twitter.com/DaUmw2ah7P
— Star Sports (@StarSportsIndia) January 28, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
৯ ফেব্রুয়ারি সকালে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium, Nagpur) ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
#INDvAUS Epic encounter is coming your way, When Rohit Sharma led #TeamIndia will face Australia in the 4-match Test series 🇮🇳vs🇦🇺
🏏 1st Test 🗓️ Feb 9 ⏰ 9:30 AM onwards
𝐋𝐈𝐕𝐄 𝐨𝐧 𝐃𝐃 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬📺(𝐃𝐃 𝐅𝐫𝐞𝐞 𝐃𝐢𝐬𝐡)#BorderGavaskarTrophy pic.twitter.com/4CX8Tu8G7N
— Doordarshan Sports (@ddsportschannel) February 7, 2023
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।