আজ রবিবার ১৪ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় ম্যাচেও সিরিজ নিশ্চিত করতে চাইবে ভারতীয় দল। অন্যদিকে আফগানিস্তান ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচ জিতে সিরিজ নির্ণায়ক পর্যায়ে নিয়ে যেতে চাইবে। আজ বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলে ফিরে আসবেন এবং তিনি সম্ভবত শীর্ষে তিলক ভার্মার (Tilak Varma) জায়গায় খেলবেন। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রাক সিরিজ সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন যে, ফিট থাকলে যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) ফিরতে পারেন এবং রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে পারেন। এছাড়া রবি বিষ্ণোই (Ravi Bishnoi) বা ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) বিশ্রাম দেওয়ায় আবেশ খানও (Avesh Khan) নিজের ঘরের মাঠে খেলতে পারেন। এমনকি কুলদীপ যাদবের (Kuldeep Yadav) জায়গা তৈরি করতে দুজনকেই বিশ্রাম দেওয়া যেতে পারে। IND Test Squad, IND vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল ঘোষণা ভারতের
India takes on Afghanistan in the 2nd T20I. The hosts will be looking to seal the series in Indore 🇮🇳🇦🇫
Who will come on top today? 🤔#Cricket #INDvAFG #India pic.twitter.com/PF6wtuYlau
— Sportskeeda (@Sportskeeda) January 14, 2024
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, ফজলহক ফারুকি, নবীন উল হক, মুজিব উর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
১৪ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Cricket Stadium, Indore) আয়োজিত হবে ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে ভারত বনাম আফগানিস্তান, দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।