এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত 'এ' এবং পাকিস্তান 'এ' দল। দুই দলই ফাইনালের পথে কঠিন লড়াই করেছে এবং ব্লকবাস্টার ফাইনালের জন্য ভারত-এ এবং পাকিস্তান-এ-এর চেয়ে ভাল দল আর কী হতে পারে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্টে অপরাজিত আছে ভারত 'এ' দল। প্রথম তিন লিগ ম্যাচে জয় পেয়ে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সেমিফাইনালে লো স্কোরের ম্যাচে যশ ধুলের দল জয় পায়। অন্যদিকে পাকিস্তান 'এ' দল ভারত 'এ'র কাছে লিগ ম্যাচে হেরে যায়। তারপর সব ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। Marnus Labuschagne, Ashes 2023: ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজের প্রথম সেঞ্চুরি মার্নাস লাবুশানের
ভারত 'এ' দলের অধিনায়ক ধ্রুব জুরেল তিন ইনিংসে করেছেন ১৯৫ রান। বাঁ হাতি স্পিনার নিশান্ত সিন্ধু ও মানব সুথার যথাক্রমে ১০ ও ৯ উইকেট নিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান 'এ' দলে মহম্মদ ওয়াসিম, অধিনায়ক মহম্মদ হ্যারিস, ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার আরশাদ ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে এবং পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। সব দিক থেকেই এটি মনে রাখার মতো ফাইনালের দিকে ইঙ্গিত করে।
It's time for the Grand Finale!
India 'A' and Pakistan 'A' will lock horns tomorrow at RPICS, Colombo in a blockbuster clash!
Can India continue with their dominance or will Pakistan return home with the trophy?#ACCMensEmergingTeamsAsiaCup #ACC pic.twitter.com/heV9weUlUl
— AsianCricketCouncil (@ACCMedia1) July 22, 2023
ভারত 'এ' দল: সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোস, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুথার, হর্ষিত রানা, নীতিশ রেড্ডি, আরএস হাঙ্গেরকর, আকাশ সিং, যুবরাজ সিং দোদিয়া, প্রভসিমরন সিং, প্রদোষ পাল।
পাকিস্তান 'এ' দল: সায়াম আইয়ুব, শাহজাদা ফারহান, ওমর ইউসুফ, হাসিবুল্লাহ খান, কামরান গোলাম, মহম্মদ হারিস (অধিনায়ক), কাসিম আকরাম, মুবাসির খান, মেহরান মমতাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির, সুফিয়ান মুকিম, আরশাদ ইকবাল, আমাদ বাট।
কখন থেকে শুরু হবে ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' ফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ?
ইমার্জিং এশিয়া কাপে ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' ফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' ফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ?
ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' ফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' ফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ?
ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' ফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে এবং ফ্যানকোডে।