শ্রীলঙ্কায় শুরু হয়েছে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের পঞ্চম আসর। চার বছর পর ফিরেছে এই টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের 'এ' দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত 'এ', ওমান 'এ' এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। রাউন্ড রবিন লড়াইয়ের জন্য দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ৫০ ওভারের টুর্নামেন্টের সেমিফাইনালে যাবে। আগামী ২৩ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের একমাত্র দিবা-রাত্রির ফাইনাল।
এসিসি ইমার্জিং পুরুষ এশিয়া কাপে আজ পাকিস্তান 'এ' দলের মুখোমুখি হবে ভারত 'এ' দল। আগের দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী 'এ' ও নেপাল 'এ' দলকে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত ভারতীয় দল। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখেই প্রতিবেশীদের বিরুদ্ধে পুরোদমে লড়বে ভারত। অন্যদিকে, টুর্নামেন্টে অপরাজিত পাকিস্তানও। সংযুক্ত আরব আমিরাত 'এ' এবং নেপালকে হারিয়ে নিজেকে বেশ শক্তিশালী প্রমাণ করেছে পাকিস্তান। India Vs West Indies, 2nd Test: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, দলে এলেন কেভিন সিলক্লেয়ার
ভারত 'এ' দল:সাই সুদর্শন, অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), নিকিন জোসে, প্রদোষ রঞ্জন পাল, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুথার, যুবরাজসিং দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হাঙ্গারগেকর।
স্ট্যান্ডবাই: হর্ষ দুবে, নেহাল ওয়াধেরা, স্নেল প্যাটেল, মোহিত রেডকার
পাকিস্তান 'এ' দল: মহম্মদ হারিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওমাইর বিন ইউসুফ (সহ-অধিনায়ক), আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
Today, India and Pakistan, two unbeaten teams and fierce rivals, will compete in the Emerging Asia Cup 2023. (starts at 2:00 PM)
- You can tune in to the Star Sports Network or Fancode to watch the live broadcast. #INDvPAK pic.twitter.com/Kx0Cu1dbcD
— Vipin Tiwari (@vipintiwari952) July 19, 2023
কখন থেকে শুরু হবে ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?
ইমার্জিং এশিয়া কাপে ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ'র ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?
ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?
ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে।