প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ক্রেইগ ব্রেথওয়েটের দলকে। সেই ম্যাচে একা হাতে খেলার ফল ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে অশ্বিন একাই ১২ উইকেট তুলে নিয়েছিল। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে একজন স্পিনারকে অতিরিক্ত দলে অন্তর্ভূক্তি করে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার।
২৩ বছরের কেভিন ইতিমধ্যেই দেশের জার্সিতে সাতটি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সম্প্রতি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবোয়েতে। সেখানেও দেশের জার্সিতে নেমেছিলেন কেভিন। তবে টেস্টে প্রথমবার দলে সুযোগ পেলেন।
দেখে নিন দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রেথওয়েট, জারমেইন ব্ল্যাকউড, এলিস আথানাজে, তেগনারিন চন্দ্রপল, রখিম কর্ণওয়েল, জশুয়া দ্য সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ., কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান
West Indies announce squad for 2nd Test against India, add uncapped spinner
Read @ANI Story | https://t.co/fjRTXQaZcP#INDvsWI #WestIndies #Cricket pic.twitter.com/zUFPpu9hV2
— ANI Digital (@ani_digital) July 18, 2023