Sunil Gavaskar and Imran Khan (Photo Credits: ICC/ X)

Sunil Gavaskar on Imran Khan: টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শে প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। ১৯৮৭ সালের মার্চে গাভাস্কর প্রথম টেস্ট ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করেন। তার পর থেকে আরও ১৪ জন ব্যাটসম্যান এই ল্যান্ডমার্ক অতিক্রম করেছেন। তবে বেশিরভাগ ক্রিকেটপ্রেমী জানেন না যে প্রাক্তন ভারত অধিনায়ক ১৯৮৬ সালের এক বছর আগে অবসর নিতে প্রস্তুত ছিলেন। তিনি হয়তো কখনও এই মাইলফলকে পৌঁছাতে পারতেন না যদি না তার জীবনে এই অজানা ঘটনা ঘটত। বুধবার ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম শোতে হাজির হয়ে গাভাস্কর জানান যে ১৯৮৬ সালে ইমরান খানই তাকে ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে বলেন যা তাঁকে শেষ পর্যন্ত এই কৃতিত্বে পৌঁছাতে সাহায্য করে। Yograj Singh as Pakistan Cricket Coach? 'এক বছরের মধ্যে পাকিস্তান ক্রিকেটকে ঠিক করে দিতে পারব' বড় দাবি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের

সুনীল গাভাস্কর এবং ইমরান খানের অজানা গল্প

গাভাস্কর জানান, ১৯৮৬ সালে ভারতের ইংল্যান্ড সফরের পর তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন ইমরান খান তাকে বলেন অন্তত ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে। এর ফলে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন প্রাক্তন এই ওপেনার। উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম সিরিজ শেষে টেস্ট থেকে অবসর নেওয়া গাভাস্কর ১২৫ ম্যাচে ১০ হাজার ১২২ রান নিয়ে পাঁচ দিনের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেন। তার গড় ছিল ৫১.১২ এবং তৎকালীন রেকর্ড ৩৪টি সেঞ্চুরি করেন তিনি। আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করেন গাভাস্কর।

তিনি DP World Dressing Room শোতে বলেন, 'আমি এমন সুযোগ পেয়েছি (টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করার) একমাত্র ইমরান খানের কারণে। এক বছর আগে ইংল্যান্ডে প্রথম টেস্ট জয়ের পর ইমরান আর আমি এক বন্ধুর সঙ্গে লন্ডনে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম, এটাই আমার শেষ সিরিজ, এই সিরিজের পরেই খেলা ছেড়ে দেব।' সেই সময় নাকি ইমরান খান গাভাস্করকে বলেন, 'তুমি এটা (অবসর) নিতে পারবে না। আমি (গাভাস্কর) বললাম, 'তুমি কী বলতে চাও...এটা আমার ইচ্ছা'। ইমরান বলেন, 'না না পাকিস্তান ভারতে আসছে এবং আমি ভারতকে হারাতে চাই। তোমাকে ছাড়া আমি ভারতকে হারাতে চাই না, এটা আগের মতো থাকবে না।' গাভাস্কর বলেন, 'পাকিস্তান আসছে না'। ইমরান বলেন, 'আইসিসির সভা হচ্ছে এবং আগামী সপ্তাহে ঘোষণাটি শুনবে।' গাভাস্কর বলেন, 'তখন আমি বলেছিলাম, যদি ঘোষণা আসে তাহলে আমি খেলা চালিয়ে যাব, কিন্তু যদি ঘোষণা না আসে তাহলে পরের টেস্টের পর অবসর নেব। পরে ঘোষণা আসে এবং তাই আমি খেলা চালিয়ে যায়। ওই সময় অবসর নিলে ৯২০০-৯৩০০ রানে থাকতাম। কিন্তু পাকিস্তান এসেছিল এবং তার আগে ভারতে আরও দুটি সিরিজ ছিল এবং আমি ১০ হাজার রানের কাছাকাছি চলে যায়।'