সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি। (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৮ ডিসেম্বর: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ক্রিকেট জীবনের ভবিষ্যত এই বছর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়ানডে বিশ্বকাপে (Cricket World Cup) ভারতের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সে কারণেই তাঁকে ঘিরে বারবার জল্পনা ছড়াচ্ছে। শনিবার, বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বলেন যে তিনি নিশ্চিত ধোনি অবশ্যই নিজের পরিকল্পনা ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং নির্বাচন কমিটির কাছে জানিয়েছেন।

শনিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে এসে সৌরভ গাঙ্গুলি বলেন, "ক্যাপ্টেনের সঙ্গে তাঁর কথা হয়েছে। আমি নিশ্চিত যে নির্বাচকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে এই জায়গাটি এটা নিয়ে আলোচনা করার প্ল্যাটফর্ম নয় বলেই আমি মনে করি।" সৌরভ বলেন, “তিনি (ধোনি) কী করতে চান তা তাঁর সিদ্ধান্ত। কিন্তু আমি জানি না। আমি তাঁর সঙ্গে কথা বলিনি। তবে তিনি চ্যাম্পিয়ন, তিনি ভারতীয় ক্রিকেটে অদ্বিতীয় চ্যাম্পিয়ন।" সৌরভের মতে, "আপনারা খুব শিগগিরই অন্য কোনও এমএস ধোনিকে পাবেন না, তবে তিনি কী করবেন, তিনি খেলতে চান কি চান না, তা তাঁর ওপরেই নির্ভর করে।" নিজের কেরিয়ারের ভবিষ্যত সম্পর্কে ধোনি এখনও পর্যন্ত কথা বলতে অস্বীকার করেছেন। এর আগে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ধোনি বলেছিলেন যে তাঁর ক্রিকেটে ফেরা নিয়ে প্রশ্ন করা উচিত কেবল ২০২০ সালের জানুয়ারির পরে। আরও পড়ুন: Danish Kaneria: 'সরকার বা বোর্ডের কাছ থেকে আমি কোনও সাহায্য পাইনি', নতুন অভিযোগ আনলেন দানিশ কানেরিয়া

পরের বছর অস্ট্রেলিয়ায় হবে টি-২০ বিশ্বকাপ। ভারতের সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, "ভারতীয় দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে। আমার কিছু পরামর্শ এবং আইডিয়া রয়েছে। সেগুলি নিয়ে আমি আলোচনা করব। ব্যাটিং ইউনিট হিসেবে ভারত খুব ভালো রান তাড়া করে। কিন্তু, প্রথমে ব্যাট করে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যায় পড়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান করতে হবে।"