Robin Uthappa Photo Credit: Instagram

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন রবিন উথাপ্পা এবং ইউসুফ পাঠান। জানুয়ারিতে আইএলটি-টোয়েন্টির প্রথম আসরেই মাঠে নামতে যাচ্ছেন ভারতের প্রাক্তন এই দুই ক্রিকেটার।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) নিয়ম অনুযায়ী, চুক্তিতে থাকা বা ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলা কোনো ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে পারবেন না। তবে জাতীয় দলসহ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে যেহেতু আগেই অবসর নেয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আইএলটি টোয়েন্টিতে খেলতে কোনো বাধা নেই উথাপ্পা-ইউসুফের।

২০০৬ থেকে ২০১৫ সালের ক্যারিয়ারে ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে, ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন উথাপ্পা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ২০৫টি ম্যাচ। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ছাড়াও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন।

৪০ বছর বয়সী ইউসুফ ২০০৭ থেকে ২০১২ সালের সংক্ষিপ্ত ক্যরিয়ারে ভারতের হয়ে খেলেছেন ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে একবার ও কলকাতার হয়ে দুবার শিরোপা জিতেন তিনি।