Yashasvi Jaiswal . (Photo Credits: X)

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship)। আগামী বছর জুনে লর্ডসে আয়োজিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টানা তিনবার ফাইনালে খেলার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ২৫টি ইনিংসে রুট করেছেন মোট ১ হাজার ১২৭ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এ এখনও পর্যন্ত সর্বাধিক রানের তালিকায় দুই নম্বরে আছেন ভারতের তারকা যশস্বী জয়সওয়াল (১৬ ইনিংসে ১ হাজার ২৮ রান)।

তবে ব্যাটিং গড়ে রুটকে অনেকটা পিছনে ফেলে শীর্ষে আছেন জয়সওয়াল। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রুটের ব্যাটিং গড় যেখানে ৫১। সেখানে যশস্বীর ব্যাটিং গড় ৬৮.৫৩। চলতি বছরের গোড়ায় দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের অপ্রতিরোধ্য ফর্মে থেকে যশস্বী দুটি ডবল সেঞ্চুরি সহ মোট ৭১২ রান করেছিলেন। আরও পড়ুন-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দল ঘোষণা ইংল্যান্ডের, বাদ রুট, বাটলারের স্কোয়াডে একাধিক চমক

দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটাররা

সর্বাধিক রানের তালিকায় তিন নম্বরে আছেন জ্যাক ক্রাউলি (৯৮৪ রান, ২৩ ইনিংসে, গড় ৪২.৭৮)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা (৯৪৩ রান) ও ইংল্যান্ডের বেন ডাকেট (৮৭১ রান)।