ICC World Cup 2019: টুর্নামেন্ট শুরুর আগেই অঘটন, পাকিস্তানকে হারিয়ে আফগানরা বোঝাল চমক দিতে তৈরি
ওয়ার্ম আপ ম্যাচে আফগানরা হারল পাকিস্তানকে। Photo Credits: Getty Images)

ব্রিস্টল, ২৫ মে: বিশ্বকাপ শুরুর আগে বড় অঘটন। শুক্রবার ব্রিস্টলে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে চমকে দিল আফগানিস্তান। সেই সঙ্গে আফগানরা বুঝিয়ে দিল আসন্ন বিশ্বকাপে অঘটন ঘটানোর ক্ষমতা তাদের আছে। আর পাকিস্তান বুঝিয়ে দিল ১০ দলের কঠিন বিশ্বকাপের আগে তারা ঠিক কতটা নড়বড়ে। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের ভরাডুবির পর যে সরফরাজ আহমেদ-দের ঘুরে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছিল, সেটা আফগানরা ভুল প্রমাণ করল। ইংল্যান্ডের কাছে ০-৪ সিরিজ হারের পর আফগানদের কাছেও হারল বিশ্বকাপ জয়ী অধিনায়ক- ক্রিকেটার প্রধানমন্ত্রীর দেশ।

প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের দুরন্ত সেঞ্চুরিতে ভর পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে করে ২৬২ রান। বাবর ১০৮ বলে ১১২ রানের দুরন্ত ইনিংস খেললেও শোয়েব মালিক (৪৪) ছাড়া আর কেউই সেভাবে খেলতে না পারায় পাকিস্তানের স্কোরটা বিশেষ ভাল হয়নি। রশিদ খান ৯ ওভার বলে ২৭ রান দিয়ে দারুণ স্পেল করেন। মহম্মদ নবি তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রানের গতি আটকে দেন।

জবাবে ব্যাট করতে নেমে আফগানরা সব সময়ই লড়াইয়ে ছিল। চার নম্বরে নেমে হাশমাতুল্লহা শাহিদি ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন। দু বল বাকি থাকতে আফগানদের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন রশিদ খান (৫ রান অপরাজিত)-ও। আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ড-ওয়েলশে শুরু হতে চলা বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৩১ মে। অন্যদিকে, আফগানদের প্রথম ম্যাচ পয়লা জুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে । পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ২৯ জুন।