ICC Women's T20 World Cup 2020-সোমবার পার্থে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি ভারত (India)। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ার পর আত্মবিশ্বাস তুঙ্গে মিতালি রাজদের। লেগ স্পিনার পুনম যাদবের জাদুতে অস্ট্রেলিয়াকে সিডনিত ১৭ রানে হারিয়েছে ভারতের মেয়েরা। যদিও বাংলাদশকে হালকাভাবে নিচ্ছে না হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। কারণ ২০১৮ সালের টি-২০ এশিয়া কাপে ভারতকে দুবার হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
তবে সেই সময় ভারতীয় দলে ছিল না জেমিমা রদ্রিগেজ এবং শেফালি ভার্মা। তবে বিশ্বকাপের দলে তাঁরা আছেন। শেফালি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ বলে ২৯ রান করেছিলেন। ভারত যদি বাংলাদেশকে হারাতে চায় তবে এই দু'জনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আরও পড়ুন: India vs New Zealand 1st Test 2020: ১১ বার পাঁচ উইকেট, জাহির খানকে ছুঁলেন ইশান্ত শর্মা
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ কবে?
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি, রবিবার।
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচটি ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় শুরু।
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বনাম বাংলাদেশের ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।
অনলাইনে বিনামূল্যে কোথায় মিলবে লাইভ আপডেট?
আনুষ্ঠানিকভাবে ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ফলে অনলাইনে বিনামূল্যে এই ম্যাচের লাইভ আপডেট দেখতে পারেন 'হটস্টার'-এ।