ICC Test Rankings 2019 Latest: শীর্ষ স্থানে বিরাট কোহলি, কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং বাবর আজমের
বিরাট কোহলি। (Photo Credits: Getty Images)

দুবাই, ২৪ ডিসেম্বর: পারফরম্যান্সের নিরিখে ২০১৯-কে 'দারুণ বছর' হিসেবে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। চলতি বছরেই একাধিক রেকর্ডের মালিক হওয়া বিরাট কোহলি ক্রিকেটের সব ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন। এদিকে ওয়ান ডের ক্ষেত্রে রানে টপকে গিয়েছেন জ্যাক কালিসকে। এদিকে আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্টে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক নম্বর স্থান ধরে রেখে দুর্দান্তভাবে বছর শেষ করতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক (Team India Captain)।

চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই বিরাট কোহলি আইসিসি (ICC) প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থানে পৌঁছন। ৯২৮ পয়েন্টে অবস্থান করছেন তিনি। বছর শেষের র‌্যাঙ্কিং-এও সেই স্থান ধরে রাখলেন ভিকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ৯১১ পয়েন্টে অবস্থান করছেন। আইসিসি প্রকাশিত বছর শেষে টেস্ট র‌্যাঙ্কিং-এ তিন নম্বর স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। কিছুটা নেমে তালিকার সপ্তম স্থানে গিয়ে পৌঁছেছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইসিসি প্রকাশিত বর্ষসেরা টেস্ট র‌্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজম। কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ পৌঁছেছেন তিনি। আরও পড়ুন :Tottenham Hotspur vs Chelsea, Premier League 2019–20 Free Live Streaming: ইংলিশ প্রেমিয়র লীগে আজ চেলসি বনাম টটেনহ্যাম হটস্পার, এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন এই ম্যাচের সম্প্রচার

তালিকার অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, জো রুট ও রস টেলর।তালিকার ১২তম স্থানে অবস্থান করছেন ভারতীয় ওপেনার (Indian Opener) মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সঙ্গী রোহিত শর্মা (Rohit Sharma) আইসিসি প্রকাশিত বর্ষসেরা টেস্ট র‌্যাঙ্কিং-এ ১৫তম স্থানে অবস্থান করছেন।৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।