আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের লাহোর সফর শেষ হয়েছে। ২০০৮ সালে আইসিসি প্রেসিডেন্ট রে মালির পাকিস্তান সফরের পর বার্কলে প্রথম আইসিসি চেয়ারম্যান হিসেবে পাকিস্তান সফর করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে বার্কলে বলেছেন, 'এখানে এসে দারুণ লাগছে। আমার অ্যাপ্রোচ ছিল সব সদস্য দেশ সফর করা এবং ক্রিকেট ও ক্রিকেট প্রশাসন তাদের নিজ নিজ এখতিয়ারে কীভাবে কাজ করে তা দেখা, স্কেল, অর্থনীতি এবং ক্রিকেটের ক্রমবিন্যাসে তারা কোথায় বসতে পারে। পাকিস্তানে ক্রিকেটের সুযোগ-সুবিধা এবং ক্রিকেটের কার্যক্রম এখন চমৎকার, আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরেছে এবং পিসিবি সাফল্যের সঙ্গে ঘরের মাঠে দ্বিপক্ষীয় ব্যবস্থা করতে পারছে, আমি মনে করি, আমরা পাকিস্তান ক্রিকেটকে পুরুষ ও নারী উভয় ক্ষেত্রেই অন্য মাত্রায় পৌঁছে যেতে দেখব, আর বাণিজ্যিক ঊর্ধ্বগতির দিক থেকেও এর ইতিবাচক প্রভাব পড়বে।'
Chair of the International Cricket Council, Mr Greg Barclay reviews his two-day visit to Lahore alongside Mr Geoff Allardice, the ICC Chief Executive.
Read more: https://t.co/WzF37dluCt pic.twitter.com/OHuMWTvon1
— Pakistan Cricket (@TheRealPCB) June 1, 2023
দুই দিনের সফরে বার্কলে ও অ্যালারডাইস পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বার্কলে ও অ্যালার্ডিসের লাহোর সফর এমন এক সময়ে হয়েছে, যখন গত কয়েক মাস ধরে, একাধিক রিপোর্টে উঠে এসেছিল যে ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৭-১১ জুন ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাধ্যমে ২০২৩ একদিবসীয় বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। পিসিবি সদর দপ্তর পরিদর্শন ছাড়াও বার্কলে ও অ্যালারডাইস জাতীয় ক্রিকেট একাডেমি, লাহোর ফোর্ট, লাহোর মিউজিয়াম, সেফ সিটি প্রজেক্ট ও মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেন।