Team India (Photo Credits: X@BCCI)

How can Team India qualify for WTC final 2025: সেঞ্চুরিয়ানে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এবার পড়ে থাকল আর একটি স্থান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে খেলার দৌড়ে অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে আছে শ্রীলঙ্কাও। ফাইনালে ওঠার বিষয়টা অনেকটাই নির্ভর করবে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির ফলের ওপর। বর্ডার-গাভাসকর ট্রফিতে এখন বক্সিং ডে টেস্টে মেলবোর্নে চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৩৩৩ রানে, হাতে ১টি উইকেট। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে টিম ইন্ডিয়ার ব্যাটারদের সামনে বেশ কঠিন চ্যালেঞ্জ।

এমসিজি-তে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার রেকর্ড হল ২৪০। সিরিজ এখন ১-১। এই সিরিজে ৩-১ জিতলে সারসরি WTC- ফাইনালে উঠে যাবে টিম ইন্ডিয়া। সিরিজে হারলে আর কোনও সুযোগ থাকবে না রোহিত শর্মার দলের কাছে। আর সিরিজ ড্র হলে তাকিয়ে থাকতে হবে আগামী মাসে শ্রীলঙ্কায় হতে চলা অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের ফলের দিকে।

এক নজরে দেখে যাক কী হলে কী হবে--

WTC 2023-25 পয়েন্ট টেবিল

১) দক্ষিণ আফ্রিকা (৬৬.৬৭)

২) অস্ট্রেলিয়া (৫৮.৮৯)

৩) ভারত (৫৫.৮৮)

৪) নিউ জিল্যান্ড (৪৮.২১)

৫) শ্রীলঙ্কা (৪৫.৪৫)

৬) ইংল্যান্ড (৪৩.১৮)

৭) বাংলাদেশ (৩১.২৫)

৮) পাকিস্তান (৩০.৩০)

৯) ওয়েস্ট ইন্ডিজ (২৪.২৪)

কী করে টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে পারে-

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ জিতলে: সরাসরি ফাইনালে

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ জিতলে: শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত একটা টেস্ট জিততে হবে।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফি ২-২ ড্র হলে: শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-০ জিততে হবে।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ বা ১-২ হারলে: সরাসরি বিদায়।

ক্রীড়াসূচি-

বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট

৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু।

বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হলে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-

প্রথম টেস্ট শুরু ২৯ জানুয়ারি থেকে গল স্টেডিয়ামে

দ্বিতীয় টেস্ট শুরু ৬ ফেব্রুয়ারি থেকে গল স্টেডিয়ামে

(ভারতের বিরুদ্ধে ৩-১ সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ফাইনালে খেলা নিশ্চিত হবে।)