Virat Kohli in ODI against Pakistan (Photo Credit: Cricket Pakistan/ X)

এশিয়া কাপে ভারত তাঁদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দ্বৈরথ অনুষ্ঠিত হবে। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত কোহলি পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি দুরন্ত ইনিংস খেলেছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বিরাটের ওয়ানডে পরিসংখ্যান। পাকিস্তানের বিরুদ্ধে ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৮.৭২ গড়ে ৫৩৬ রান করেছেন কোহলি। এই সংখ্যায় দুটি অর্ধশতক এবং দুটি শতক অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে একটি সেঞ্চুরি এসেছে ২০১২ সালের এশিয়া কাপে। সেইদিন চিরপ্রতিদ্বন্দ্বীর খেলায় তিনি ১৮৩ রান করেন, যা এখনও এশিয়া কাপের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তাঁর অন্য সেঞ্চুরি (১০৭ রান) আসে ২০১৫ বিশ্বকাপে। Babar Azam on Virat Kohli, Asia Cup 2023: কোহলির কাছে প্রশংসা পেয়ে আত্মবিশ্বাসী বাবর, শুনুন বিরাটকে নিয়ে পাক অধিনায়কের কথা

২০১২ এশিয়া কাপে কোহলির ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংসটি ওয়ানডে ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে-তে দেড়শোর বেশি রানের মালিক আর কেউ নন। সেইদিন এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রান তাড়া করতে নেমেছিল ভারত। এছাড়া রান তাড়া করতে নেমে কোহলির ১৮৩ রানের ইনিংসটিও ওয়ানডেতে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ। কোহলির বর্তমানে ওয়ানডেতে ১২,৮৯৮ রানে রয়েছেন যেখানে ২৬৫ ইনিংসে তাঁর ৪৬ টি শতক এবং ৬৫টি অর্ধশতক রয়েছে।

এশিয়া কাপে বিরাট পরিসংখ্যানে দেখা যায় মোট ১১টি ম্যাচে ৬১.৩০ গড়ে ৬১৩ রান করেছেন কোহলি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান রয়েছে। এর আগে শ্রীলঙ্কার সনদ জয়াসুরিয়ার ৬টি ও কুমার সাঙ্গাকারার ৪টি সেঞ্চুরি রয়েছে এশিয়া কাপে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডেতে তাঁর রান যথাক্রমে- ১৮, ৫, এবং ১৮৩। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। টি-টোয়েন্টিতে কোহলি পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে ৮১.৩৩ গড়ে ৪৮৮ রান করেছেন। এ ক্ষেত্রে তাঁর স্ট্রাইক রেট ১২৩.৮৫।