ভয়াবহ গাড়ি দুর্ঘটনা পর বেশ কয়েকমাস হয়ে গেল আন্তর্জাতিক খেলায় ফিরেছেন ভারতীয় ক্রিকেটার তথা উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। এর মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যায় তাঁকে। বিশ্বকাপ থেকে ক্রিজে ফিরে এখনও অবধি ভালোই পারফর্মেন্স দিচ্ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার নিউজিল্যান্ড সিরিজে আচমকাই সার্জারি হওয়া পা-তেই চোট লাগল ঋষভের। জানা যাচ্ছে রবীন্দ্র জাদেজার ডেলিভারি ডেভন কনভয় মিস করার পর সেই বল ধরতে গিয়ে তা লাগে বাঁ হাঁটুতে। তারপরেই সেই চোটে মাঠে শুয়ে পড়েন ঋষভ। দৌঁড়ে আসে ফিজিও। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ। এরপরেই চিন্তা শুরু হয় ভারত শিবিরে। আগামীকাল আদৌ মাঠে নামতে পারবেন পন্থ?

ম্যাচ শেষে অবশ্য সুসংবাদের ইঙ্গিত দেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বাঁ হাঁটুতে ঋষভের চোট লেগেছে। ওই হাঁটুতেই ওঁর সার্জারি হয়েছিল। সেই কারণে মাঠ ছাড়তে হয়েছিল ঋষভকে। তবে আশা করা যাচ্ছে আগামীকাল মাঠে ফিরবেন ঋষভ। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনিতেই চাপে রয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে ব্যাটে নেমে মাত্র ৪৬ রানেই অল আউট হয়ে যায় রোহিত-কোহলিরা। ভারতীয় দলের মোট ৫ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছে।

দেশের মাটিতে এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর করেছে রোহিতরা। বল হাতে ম্যাট হেনরি ৫ উইকেট নেন। উইল ও-রউক ৪টি, এবং টিম সাউথি ১টি উইকেট নিয়েছে। এদিকে ব্যাটে নেমেও ঝড় তুলছে কিউয়িরা। এদিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড।