Pathum Nissanka (Photo Credit: @ThurunuJ/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১৯ জুন গলের গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium, Galle) আয়োজিত হয় SL বনাম BAN-এর তৃতীয় দিনের ম্যাচ। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)-এর ১৮৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে আজ তাদের স্কোর-৩৬৮/৪। এই ২৭ বছর বয়সী ব্যাটসম্যান ২৫৬ বলে ১৮৭ রান করেন ২৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে। তাঁকে বোল্ড আউট করেন হাসাম মাহমুদ (Hasan Mahmud)। এছাড়া দীনেশ চান্দিমাল (Dinesh Chandimal) ১১৯ বলে ৫৪ রান করে ফিরে যান। তার উইকেট পান নাইম হাসান (Nayeem Hasan)। দিনের শেষে শ্রীলঙ্কা এখনও পিছিয়ে মাত্র ১২৭ রানে। Pathum Nissanka Century, SL vs BAN 1st Test: ঘরের মাঠে প্রথম সেঞ্চুরিতে টেস্টে ১০০০ রানের মালিক পাথুম নিশাঙ্কা

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট তৃতীয় দিনের স্কোরকার্ড

এছাড়া শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যান তেমন কোনও স্কোর করতে পারেননি। কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) ৬৯ বলে ৩৯ রানে ফিরে যান মমিনুল হক (Mominul Haque)-এর বলে। আগামিকাল ব্যাট করতে আসবেন কামিন্ডু মেন্ডিস (৩৭) এবং অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (১৯)। এর আগে টসে জিতে গলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। টানা দুই দিন এবং আজ সকালেও ব্যাটিং করে তারা। প্রথম দিনেই সেঞ্চুরি করেন শান্ত এবং মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। এরপর দ্বিতীয় দিনে ১৫০ রান থেকে ২ রান কমে আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক। তার সঙ্গে মুশফিকুর ২৪৭ রানের জুটি গড়েন। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর মুশফিকুর ১৬৯ রানে এবং লিটন দাস (Litton Das) ৯০ রানে আউট হন। আজ সকালে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ।