কলকাতা, ৩ সেপ্টেম্বর: Mohammed Shami's Arrest Warrant: মহম্মদ শামি -র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিচারব্যবস্থার ওপর কৃতজ্ঞতা জানালেন হাসিন জাহান। শামির বিরুদ্ধে পারিবারিক হিংসা সহ একগুচ্ছ অভিযোগ আনা হাসিন বললেন, '' আমি বিচার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ। এক বছরের বেশি সময় ধরে আমি বিচারের জন্য লড়ছি। আমরা সবাই জানেন, শামি নিজেকে খুব ক্ষমতাবান মনে করে। ও মনে করে ও বড় ক্রিকেটার, ওর কেউ কিছু করতে পারবে না।" মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জি-কে ধন্যবাদ জানিয়ে হাসিন বললেন, '' আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হলে, মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলে আমি এখানে সুরক্ষিত থাকতাম না। আমরোহা (উত্তরপ্রদেশ) পুলিশ আমাকে ও আমার মেয়েকে হেনস্থার চেষ্টা করেছে, ভাগ্যের দয়ায় ওরা সাফল্য পায়নি।''
আজ, মঙ্গলবার আবার সামির জন্মদিন। ক্যারিবিয়ান সফর সেরেই শামিকে আদালতে হাজিরা দিতে হবে। আজ, মঙ্গলবার আবার সামির জন্মদিন। ক্যারিবিয়ান সফর সেরেই শামিকে আদালতে হাজিরা দিতে হবে। তাঁর বিরুদ্ধে গতকাল আলিপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরও পড়ুন-ভারতকে মারতে দেড়শো-দুশো গ্রামের পরমাণু বোমা রয়েছে, হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
Hasin Jahan,Cricketer Mohd Shami's wife on arrest warrant issued against Shami in domestic violence case: I'm grateful to judicial system. I have been fighting for justice more than a year now. You all know, Shami thinks that he is all too powerful, that he is a big cricketer. pic.twitter.com/5lNvTN8kgs
— ANI (@ANI) September 3, 2019
বধূ নির্যাতনের মামলায় ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর আদালতের ৷ আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে ৷ চলতি বছর মার্চে শামির বিরুদ্ধে ৪৯৮ এ (পণ সংক্রান্ত ইস্যুতে হেনস্থা) এবং ৩৫৪ এ (যৌন নির্যাতন) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।