Ruturaj Gaikwad & Deepak Chahar (Photo Credit: @msd3455/ X)

গোড়ালির লিগামেন্টের চোটের জন্য হার্দিক বিশ্বকাপের বাকি ম্যাচগুলি থেকে আজ আনুষ্ঠানিক ভাবে বাদ পড়েছেন। তারই মাঝে খবর এসেছে যে বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলবেন না। InsideSports-এর খবর অনুযায়ী এই ঘটনার ফলে নির্বাচক কমিটির জন্য দ্বিধার সৃষ্টি হয়েছে কারণ পুরো বিশ্বকাপ দল বিশ্রামে থাকবে। তাই মনে করা হচ্ছে, ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), যিনি ভারতকে এশিয়ান গেমসে সোনা এনে দিয়েছিলেন, তিনিই সম্ভবত ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন। জানা গিয়েছে, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) বিশ্বকাপের সব ম্যাচ খেললে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নেতৃত্ব দেওয়ার ভাবনা করা হয় অথবা হার্দিক দেরিতে ফিরলে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু এখন হার্দিক ছিটকে গিয়েছেন এবং তাঁর ফিরতে অন্তত ছ'সপ্তাহ সময় লাগবে। Team India Vice Captain: হার্দিক শেষে কোচ রাহুলের দলে নেতা রোহিতের নয়া ডেপুটি রাহুল

সেই কারণে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও লোকেশ রাহুলের (KL Rahul) মতো তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে একমাত্র ঋতুরাজ গায়কোয়াড়কেই টি-২০ সিরিজে নেতৃত্ব দিতে দেখা যাবে। ঋতুরাজ গায়কোয়াড় ছাড়াও দলে থাকতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson), তবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে তাঁর অধিনায়কের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কম। যেহেতু এখন হার্দিক পাণ্ডিয়ার বিষয়টি স্পষ্ট, তাই ৬ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালের পরই নির্বাচকরা দল নিয়ে সিদ্ধান্ত নেবেন। এশিয়ান গেমসের স্কোয়াডের মতো হবে এই দলও। তবে মুস্তাক আলি ট্রফিতে কয়েকজন পারফর্মার নিয়ে আলোচনা হবে। রিয়ান পরাগ (Riyan Parag) দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সব সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই এই দলে ডাক পাওয়ার আশা করছেন।