Teachers' Day Wish Card (Photo Credits: Latestly)

জীবনের প্রতিটি পদক্ষেপে চলে শিক্ষাগ্রহণ। শিক্ষা বলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের প্রতি মুহূর্তি প্রতিটি মানুষ কিছু না কিছু শিখে চলেছেন।  তবে, জীবনে সফল হতে কিংবা এগিয়ে যেতে প্রয়োজন বিদ্যার। আর এই বিদ্যা অর্জন সম্ভব শিক্ষকদের সাহায্যে। তারাই আমাদের শিক্ষা প্রদান করে। শিক্ষক দিবসের মহান দিনে বিরাট কোহলি, ভি ভি এস লক্ষণ এবং অন্যান্য ক্রিকেটাররা এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলরাও তাদের গুরুদের জানালেন শ্রদ্ধা।

বিরাট কোহলি

ভি ভি এস লক্ষ্মণ

যুবরাজ সিং

চেন্নাই সুপার কিংস

গুজরাট টাইটানস