Happy Birthday Wriddhiman Saha: সৌরভ গাঙ্গুলির পর টেস্টে ভারতীয় দলে বাঙলার মুখ হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখিন হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছেন। বিরাট কোহলি থেকে রবীচন্দ্রন অশ্বিনরা এক কথায় বলেন, এখন দুনিয়ার সেরা উইকেটকিপার তিনি। মহেন্দ্র সিং ধোনি যুগে জন্মেও সুপারম্যান তকমাটা তিনি আদায় করেছেন। সেই ঋদ্ধিমান সাহা-র আজ ৩৫তম জন্মদিন। উইকেটের পিছনে ঋদ্ধির ক্ষিপ্রতা, অনবদ্য বেশ কিছু ক্যাচ, সব কিছু উজাড় করে টিমম্যান হয়ে উঠে ঋদ্ধি নিজের জাত চিনিয়েছেন। লাজুক স্বভাবের, মিষ্টিভাষী ঋদ্ধিমান থেকে সুপারম্যান হয়ে ওঠার পথটা বেশ কঠিন ছিল শিলিগুড়ির পাপালির।
ক্রিকেটমহল থেকে নেটিজেনরা ঋদ্ধিমান সাহাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ঋদ্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। আরও পড়ুন-ধোনিকে নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি যা ঘোষণা করলেন
Happy birthday Wriddhiman Saha. Wish you all the success in life @Wriddhipops
ঋদ্ধিমান সাহাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। জীবনে আরও সাফল্য আসুক, এই কামনা করি
— Mamata Banerjee (@MamataOfficial) October 24, 2019
এক নজরে দেখে নেওয়া যাক ঋদ্ধিমান সাহার দুরন্ত কিছু ক্যাচ
Fly & Catch - Saha Style https://t.co/kApT4ykhEw
— gujjubhai (@gujjubhai17) October 13, 2019
দেখুন ঋদ্ধিমানের অনবদ্য এক ক্যাচ-
Be strong. Be you. #IndiaVsSouthAfrica pic.twitter.com/iNuDSJCZwg
— Wriddhiman Saha (@Wriddhipops) October 13, 2019
দেশের মাটিতে অশ্বিনের বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দারুণ এই ক্য়াচটা নিয়েছিলেন ঋদ্ধি-
How many of you can recall this catch from Australia’s Tour of India? #IndVsAus #Ashwin #ViratKohli #indiancricketteam @imVkohli @ashwinravi99 pic.twitter.com/UG2wVHcSMR
— Wriddhiman Saha (@Wriddhipops) January 2, 2019
সবটা উজাড় করে এই ক্যাচ নেন ঋদ্ধি।
— Wriddhiman Saha (@Wriddhipops) April 10, 2017
ঋদ্ধির আরও একটা স্মরণীয় ক্যাচ।
— Wriddhiman Saha (@Wriddhipops) April 3, 2017
ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্স করে ২০১০ সালে ভারতীয় দলে অভিষেক হয় ঋদ্ধিমান সাহার। ২০১০ সালে ফেব্রুয়ারিতে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলতে নামেন ঋদ্ধি। এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৫টি টেস্ট খেলছেন। ব্যাট হাতে তিনটি সেঞ্চুরি, পাঁচটি হাফ সেঞ্চুরি সহ মোট ১২০৯ রান করেছেন। উইকেটকিপিংয়ের বিষয়ে বাকিদের থেকে অনেকটা এগিয়ে ঋদ্ধি।