Rohit Sharma with IPL Trophy (Photo Credit: Johns/ Twitter)

রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যিনি কোনও দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। বর্তমান প্রজন্মের অন্যতম জ্বলজ্বলে ব্যাটসম্যান রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। গত কয়েক বছরে আইপিএলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছেন রোহিত। আজ তিনি পা দিলেন ৩৬ বছরে। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। আইপিএলে ২৩৪টি ম্যাচ খেলার পর টি-টোয়েন্টি টুর্নামেন্টে ছয় হাজারের বেশি রান করেছেন রোহিত। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ শিরোপা জিতিয়েছেন। এ বছর মুম্বাই অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক ব্যাটসম্যান হিসবে রোহিতের সেরা পাঁচ ইনিংস

-২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন রোহিত। অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮২ রানে পৌঁছে দেন তিনি। রোহিতের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। ২৭ রানে সেই ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

-২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ২ রানে দ্বিতীয় আইপিএল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন রোহিত শর্মা। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেছিলেন। ব্যাট হাতে তাঁর নৈপুণ্যে অবশ্য সাত উইকেটে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

-২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলে নিজের সেরা ইনিংস খেলেছিলেন তিনি। রোহিত শর্মার ৫২ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে ২১৩ রানের বিশাল স্কোর গড়ে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ৪৬ রানে সেই ম্যাচ জেতে।

-কলকাতা নাইট রাইডার্সের বোলাররা আরও একবার রোহিত শর্মার হাতে বিপর্যস্ত হয়ে পড়েন, সেবার আবুধাবিতে। আইপিএল ২০২০-র একটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ৫৪ বলে তিনটি বাউন্ডারি ও ছয়টি ছক্কায় ৮০ রান করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন এবং ৪৯ রানে হার মানতে হয়েছে কলকাতাকে।

-আইপিএলে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে ডেকান চার্জার্সের হয়ে রোহিত শর্মার শুরুর দিনগুলো ছিল এই। রোমাঞ্চকর রান তাড়া করতে নেমে রোহিত ১৩ বলে ৩২ রান করে কলকাতার বিরুদ্ধে শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেন।